Chokhe Chokhe Kotha Holo Lyrics | (চোখে চোখে কথা হলো) | Asha Bhosle & Kumar Sanu

Chokhe Chokhe Kotha Holo Lyrics | (চোখে চোখে কথা হলো) | Asha Bhosle & Kumar Sanu |. 10 years ago
Song Chokhe Chokhe Kotha Holo
Artist Asha Bhosle, Kumar Sanu
Music Director Bappi Lahiri
Lyricist Pulak Bandopadhyay

চোখে চোখে চোখে চোখে
কথা হলো
যেতে যেতে দুজনাতে
দেখা হলো
মনে মনে জানাজানি
হয়ে গেল
আর কেন লুকোচুরি
খেলা করো

চোখে চোখে চোখে চোখে
কথা হলো
যেতে যেতে দুজনাতে
দেখা হলো
মনে মনে জানাজানি
হয়ে গেল
আর কেন লুকোচুরি
খেলা করো

এ জীবনে কত কি যে হয়
সময় সময় সময় সময়
এ জীবনে কত কি যে হয়
সময় সময় সময় সময়

চোখে চোখে চোখে চোখে
কথা হলো
যেতে যেতে দুজনাতে
দেখা হলো
মনে মনে জানাজানি
হয়ে গেল
আর কেন লুকোচুরি
খেলা করো

আমি মাটিতে রয়‌ যে
আকাশে তুমি থাকো
ও চাঁদ তুমি কেন
আমাকে এত ডাকো

আমি মাটিতে রয়‌ যে
আকাশে তুমি থাকো
ও চাঁদ তুমি কেন
আমাকে এত ডাকো

আমি দূর হতে
পারিনা তো যেতে
কাঁদে আমার হৃদয়

আমি দূর হতে
পারিনা তো যেতে
কাঁদে আমার হৃদয়

যেতে যেতে রাস্তায়
মনে হলো
দুজনাতে কেন এই
দেখা হলো
চোখে চোখে কথা কেন
বলা হলো
আশা যদি বুকে এসে
ফিরে গেল

এ জীবনে কত কি যে হয়
সময় সময় সময় সময়
এ জীবনে কত কি যে হয়
সময় সময় সময় সময়

চোখে চোখে চোখে চোখে
কথা হলো
যেতে যেতে দুজনাতে
দেখা হলো
মনে মনে জানাজানি
হয়ে গেল
আর কেন লুকোচুরি
খেলা করো

এ জীবনে কত কি যে হয়
সময় সময় সময় সময়
এ জীবনে কত কি যে হয়
সময় সময় সময় সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *