Chokhe Chokhe Kotha Holo Lyrics | (চোখে চোখে কথা হলো) | Asha Bhosle & Kumar Sanu
Chokhe Chokhe Kotha Holo Lyrics | (চোখে চোখে কথা হলো) | Asha Bhosle & Kumar Sanu |. 10 years agoSong | Chokhe Chokhe Kotha Holo |
Artist | Asha Bhosle, Kumar Sanu |
Music Director | Bappi Lahiri |
Lyricist | Pulak Bandopadhyay |
চোখে চোখে চোখে চোখে
কথা হলো
যেতে যেতে দুজনাতে
দেখা হলো
মনে মনে জানাজানি
হয়ে গেল
আর কেন লুকোচুরি
খেলা করো
চোখে চোখে চোখে চোখে
কথা হলো
যেতে যেতে দুজনাতে
দেখা হলো
মনে মনে জানাজানি
হয়ে গেল
আর কেন লুকোচুরি
খেলা করো
এ জীবনে কত কি যে হয়
সময় সময় সময় সময়
এ জীবনে কত কি যে হয়
সময় সময় সময় সময়
চোখে চোখে চোখে চোখে
কথা হলো
যেতে যেতে দুজনাতে
দেখা হলো
মনে মনে জানাজানি
হয়ে গেল
আর কেন লুকোচুরি
খেলা করো
আমি মাটিতে রয় যে
আকাশে তুমি থাকো
ও চাঁদ তুমি কেন
আমাকে এত ডাকো
আমি মাটিতে রয় যে
আকাশে তুমি থাকো
ও চাঁদ তুমি কেন
আমাকে এত ডাকো
আমি দূর হতে
পারিনা তো যেতে
কাঁদে আমার হৃদয়
আমি দূর হতে
পারিনা তো যেতে
কাঁদে আমার হৃদয়
যেতে যেতে রাস্তায়
মনে হলো
দুজনাতে কেন এই
দেখা হলো
চোখে চোখে কথা কেন
বলা হলো
আশা যদি বুকে এসে
ফিরে গেল
এ জীবনে কত কি যে হয়
সময় সময় সময় সময়
এ জীবনে কত কি যে হয়
সময় সময় সময় সময়
চোখে চোখে চোখে চোখে
কথা হলো
যেতে যেতে দুজনাতে
দেখা হলো
মনে মনে জানাজানি
হয়ে গেল
আর কেন লুকোচুরি
খেলা করো
এ জীবনে কত কি যে হয়
সময় সময় সময় সময়
এ জীবনে কত কি যে হয়
সময় সময় সময় সময়