Monta Kore Uru Uru Lyrics | (মনটা করে উড়ু উড়ু) | Amanush | Jeet Ganguly |

Are Monta Kore Uru Uru Song Is SUng by Jeet Gannguli from Amanush Bengali Movie. Music Composed by Jeet Gannguli. Monta Kore Uru Uru Lyrics Written by Priyo Chattopadhyay.
Song Monta Kore Uru Uru
Music Jeet Gannguli
Singer Jeet Gaanguli
lyricist Priyo Chattopadhyay

আরে মনটা করে উড়ু উড়ু
আরে মেলতে পাখা চায় রে
আরে বন্ধু আমার বুকের মাঝে
ডুগডুগি বাজায় রে, হায়রে
আরে বন্ধু আমার বুকের মাঝে
ডুগডুগি বাজায় রে

মনটা করে উড়ু উড়ু উড়ু উড়ু
বুকটা করে দুরু দুরু দুরু দুরু
হে মনটা করে উড়ু উড়ু
বুকটা করে দুরু দুরু
পরানের বন্ধু যখন পায় রে
মনটা করে উড়ু উড়ু
বুকটা করে দুরু দুরু
পরানের বন্ধু যখন পায় রে
আকাশে উড়াল দিয়া যামু রে ওরে লইয়া
কলিজায় বাজে বল তাক ধুমা ধুম ধুম রে

আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে
আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে
আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে
আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে

নাচে রে নাচে রে
নাচে রে নাচে রে

পাথর চাপা বুকে নদী কলকলাইয়া বয় রে
শুকনা ডালে গজায় পাতা সবুজ দেখি হয় রে
হো পাথর চাপা বুকে নদী কলকলাইয়া বয় রে
শুকনা ডালে গজায় পাতা সবুজ দেখি হয় রে
ইচ্ছেরা দেয় হামা গুড়ি
আরে বন্ধু আমার সুন্দরী
ইচ্ছেরা দেয় হামাগুড়ি, বন্ধু আমার সুন্দরী
বোবা এই জীবনটা গান গায় রে
আকাশে উড়াল দিয়া যামু রে ওরে লইয়া
কলিজায় বাজে বল তাক ধুমা ধুম ধুম রে

আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে
আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে
আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে
আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে

নাচে রে নাচে রে
নাচে রে নাচে রে

মনের ডালে জোড়া শালিক প্রাণের কথা কয় রে
ফুরুত ফারুত ওড়ে চড়াই ডিগবাজি ওই খায় রে
মনের ডালে জোড়া শালিক প্রাণের কথা কয় রে
ফুরুত ফারুত ওড়ে চড়াই ডিগবাজি ওই খায় রে
স্বপ্নে লাগে সুড়সুড়ি, বন্ধু আমার সুন্দরী
হো সপ্নে লাগে সুড়সুড়ি, বন্ধু আমার সুন্দরী
মেঘলা দিনটা রোদে চায় রে
আকাশে উড়াল দিয়া যামু রে ওরে লইয়া
কলিজায় বাজে বল তাক ধুমা ধুম ধুম রে

আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে
আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে
আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে
আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে

নাচে রে নাচে রে
নাচে রে নাচে রে
নাচে রে নাচে রে
নাচে রে নাচে রে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *