Jonaki Lyrics (জোনাকী) Rupankar Bagchi | Annwesha | Iskabon
Jonaki Song Is Sung by Rupankar Bagchi And Annwesha from Iskabon Bengali Movie. Starring: Saurav Das, Saanju, Anamika Chakraborty, Kharaj Mukherjee and Others. Music Composed by And Song Lyrics In Bengali Written by Anindya Mukhopadhyay.Song | Jonaki |
Jonaki jaay gona-ki
Dhore ek mutho, pushbo naki
Kaalo akashe bhalo jonaki
Tai tara-ra anbo naki
Alo gulo pere aani
Gach theke tup kore
Gaye fota shob kota
Serious mukh kore
Ajgubi shondhe ta
Michi michi moshkora
Aalo puka elo-melo
Jole uthe phosphorus
Ei fish fish fairy tail
Jaay shona ki
Shudhu jonaki (shudhu jonaki)
Jwale rong moshal
Ei maya-jaal jaay bonaki
Dure akashe orey jonaki
Tai tara-ra anbo naki
Du haath mele…
Haowa cycle e (x2)
জোনাকিরা বন্ধু হয়ে
রাত্রিবেলায় জ্বাললো বাতি,
আমিও বন্ধুতা চাই
কায়মনে তাই দুহাত পাতি।
তুমি কি বাস্তবে আর
এই আমিটার বন্ধু হবে ?
নিশ্চুপ থাকবে নাকি
এ কথার জবাব দেবে।
জবাবে কি বলবো আর।
সবে তো সন্ধ্যে হলো
নামবে আঁধার গহীন বনে,
রাখা থাকে নির্জনতায়
মনের কথা সংগোপনে।
রাতে রাত বাড়লে না হয়
চোখের তারায় হারিয়ে যাবো,
জোনাকির পশলা আলোয়
আমরা দুজন ঘর সাজাবো।
ঘরের আর হদিস কোথায়।
ঘরের আর হদিস কোথায়
নির্জনতায় নিভলে বাতি,
আমি তাই বন্ধুতা চাই
কায়মনে আজ দুহাত পাতি।
পাতা থাক স্বপ্ন চাটাই
ইচ্ছে সাজাই সংগোপনে,
রাখা থাকে নির্জনতায়
মুখের কথা মনের কোনে।
নিরুপায় হচ্ছ কেনো ?
নিরুপায় হচ্ছি কেনো
তুমি জানো আমিও জানি,
আমারও ইচ্ছে করে
তোমার বুকে রাতিধ্বনি।
সারারাত জ্বলবে বাতি
অশান্ত এই হৃদকমলে,
বলোনা খুব কি ক্ষতি
প্রেম যমুনায় জোয়ার এলে?
তবে আর প্রশ্নবাণে
বিদ্ধ কেন করছো শোনা?
এসো আজ পাল্টিয়ে নি
এই সমাজের ভুল ধারণা।
পথের আর দোষ কি বলো
খুব সহসায় হোঁচট খেলে,
সেই তো আবার হবো
একলা শরিক চোখের জলে।