Sundari Go Dohai Dohai-Lyrics

Sundari Go Dohai Dohai Lyrics by Pulak Banerjee from Classic 70s Of Manna Dey. Now, listen to all your favourite songs, along with the lyrics
Song Sundari Go Dohai Dohai
Singer Manna Dey
Lyrics Awa Manneh, Pulak Banerjee, Manna Dey

সুন্দরী গো দোহাই দোহাই
মান করো না
আজ নিশিথে কাছে থাকো
না বলো না…
সুন্দরী গো দোহাই দোহাই
মান করো না

অনেক শিখা পুড়ে তবে
এমন প্রদীপ জ্বলে
অনেক শিখা পুড়ে তবে
এমন প্রদীপ জ্বলে
অনেক কথার মরণ হলে
হৃদয় কথা বলে
না না
চন্দ্রহারে কাজলধোঁয়া
জল ফেলো না

সুন্দরী গো দোহাই দোহাই
মান করো না
আজ নিশিথে কাছে থাকো
না বলো না…
সুন্দরী গো দোহাই দোহাই
মান করো না

একেই তো এই জীবন ভরে
কাজের বোঝাই জমে
একেই তো এই জীবন ভরে
কাজের বোঝাই জমে
আজ পৃথিবীর ভালোবাসার
সময় গেছে কমে
একটু ফাগুন আগুন দিয়ে
না জ্বেলো না

সুন্দরী গো দোহাই দোহাই
মান করো না
আজ নিশিথে কাছে থাকো
না বলো না…
সুন্দরী গো দোহাই দোহাই
মান করো না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *