Jakhan Ami Anek Dure Lyrics (সেই রাতে রাত ছিল পূর্ণিমা) Kishore Kumar
Kishore Kumar- A big collection of Bengali Lyrics. Here you can find the lyrics of song Jokhon Ami Onek Dure| Song | Jakhan Ami Anek Dure |
| Singer & Composer | Kishore Kumar |
| Lyricist | Shibdas Banerjee |
যখন আমি অনেক দূরে
থাকবো না এই মাটির ঘরে
তখন কি আর পড়বে মনে
আগের মতন করে
আমায় আগের মতন করে
যখন আমি অনেক দূরে
থাকবো না এই মাটির ঘরে
যখন আমি অনেক দূরে
থাকবো না এই মাটির ঘরে
তখন কি আর পড়বে মনে
আগের মতন করে
আমায় আগের মতন করে
যখন আমি অনেক দূরে
থাকবো না এই মাটির ঘরে
যখন আমি অনেক দূরে
আমার প্রাণের পরশ লেগে
বেজেছিলো যে গান
ধূলো জমা তানপুরাটাও
ধরেছিলো সেই তান
আমার প্রাণের পরশ লেগে
বেজেছিলো যে গান
ধূলো জমা তানপুরাটাও
ধরেছিলো সেই তান
কথার গোলাপ ফুটিয়েছিলাম
আমি কথার গোলাপ ফুটিয়েছিলাম
তোমাদের এই জলসা ঘরে
যখন আমি অনেক দূরে
থাকবো না এই মাটির ঘরে
যখন আমি অনেক দূরে
তোমাদের এই ভালোবাসা
আমার গানের পুরস্কার
যাবার আগে জানিয়ে গেলাম
আমার প্রীতি নমস্কার
তোমাদের এই ভালোবাসা
আমার গানের পুরস্কার
যাবার আগে জানিয়ে গেলাম
আমার প্রীতি নমস্কার
যা দিয়েছো তাই নিয়েছি
আমায় যা দিয়েছো তাই নিয়েছি
রেখেছি এই হৃদয় ভরে
যখন আমি অনেক দূরে
থাকবো না এই মাটির ঘরে
তখন কি আর পড়বে মনে
আগের মতন করে
আমায় আগের মতন করে
যখন আমি অনেক দূরে
থাকবো না এই মাটির ঘরে
যখন আমি অনেক দূরে
