Haowa Megh Saraye Lyrics (হাওয়া মেঘ সরায়ে) Kishore Kumar

Haowa Megh Saraye Phul Jharaye-This Modern Song Sung by Kishore Kumar, Lyrics By – Shibdas Banerjee, Music by Kishore Kumar From Album-Shudhu Tomari Janya.
Song Haowa Megh Saraye Phul Jharaye
Vocal & Music Kishore Kumar
Lyricist Shibdas Banerjee

দুচোখে দেখিনা তোমায়
তবু আছো, তুমি আছো?

হাওয়া মেঘ সরায়ে, ফুল ঝরায়ে
ঝিরিঝিরি এলে বহিয়া,
হাওয়া মেঘ সরায়ে, ফুল ঝরায়ে
ঝিরিঝিরি এলে বহিয়া,
খুশিতে ভরেছে লগন
আজ ওঠে মন ভরিয়া।
হাওয়া মেঘ সরায়ে, ফুল ঝরায়ে
ঝিরিঝিরি এলে বহিয়া।

এতোদিন কোথায় ছিলে?
পথ ভুলে তুমি কি এলে।
প্রেমেরই কবিতা তুমি
শোনালে যে গান গাহিয়া,
কুহু কুহু কুহু ডাকে কোয়েলিয়া
ভালোবাসো যাও বলিয়া।
হাওয়া মেঘ সরায়ে, ফুল ঝরায়ে
ঝিরিঝিরি এলে বহিয়া।

তুমি এলে তাই ফোটে ফুল
তুমি এলে তাই ভাঙ্গে ভুল।
মন আজ কিছু মানে না
হৃদয় সাগর আকুল।

তুমি এলে প্রিয়ার বেশে
ভরে দিলে মন আবেশে,
দক্ষিণা বাতাস তুমি
জুড়ালে দহন হিয়া,
সুরে সুরে বেজে ওঠে বাঁশরিয়া
শুনে সব যাই ভুলিয়া।
হাওয়া মেঘ সরায়ে, ফুল ঝরায়ে
ঝিরিঝিরি এলে বহিয়া,
খুশিতে ভরেছে লগন
আজ ওঠে মন ভরিয়া।
হাওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *