Brishti E Kon Oporup Srishti Lyrics (বৃষ্টি এ কোন অপরূপ সৃষ্টি) Lata Mangeshkar

Brishti Brishti Brishti E Kon Oporup Srishti by Lata Mangeshkar
Song Bristi Bristi Bristi
Singer Lata Mangeshkar
Lyrics And Composer Bireswar Sarkar

বৃষ্টি বৃষ্টি বৃষ্টি
এ কোন অপরূপ সৃষ্টি,
এতো মিষ্টি মিষ্টি মিষ্টি
আমার হারিয়ে গেছে দৃষ্টি।।

এতো মেঘের কোনে কোনে
এলো বাতাস হু হু শনে,
এতো মেঘের কোনে কোনে
এলো বাতাস হু হু শনে,
রিমঝিম ঝিম রিমঝিম বৃষ্টি
একি দুষ্টু অনাসৃষ্টি,
বৃষ্টি বৃষ্টি বৃষ্টি
ওগো বৃষ্টি তুমি মিষ্টি।

বৃষ্টি বৃষ্টি বৃষ্টি
এ কোন অপরূপ সৃষ্টি,
এতো মিষ্টি মিষ্টি মিষ্টি
আমার হারিয়ে গেছে দৃষ্টি।।

তোমার অঝোর ধারায় ভিজে
আমি নতুন হলাম নিজে,
োমার অঝোর ধারায় ভিজে
আমি নতুন হলাম নিজে
মা মা পা ধা নি ধা নি
আজ হারিয়ে গেছি আমি,
বৃষ্টি বৃষ্টি বৃষ্টি
কেনো এতো তুমি মিষ্টি ?

বৃষ্টি বৃষ্টি বৃষ্টি
এ কোন অপরূপ সৃষ্টি,
এতো মিষ্টি মিষ্টি মিষ্টি
আমার হারিয়ে গেছে দৃষ্টি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *