Ashar Shrabon Mane Nato Mon Lyrics – Lata Mangeshkar
Ashar Shrabon Mane Nato Mon Lyrics From Bengali Movie Monihar. This Song Sung By Lata Mangeshkar.Movie Name | Monihar(1965) |
Singer | Lata Mangeshkar |
Music Composer | Hemanta Mukherjee |
Lyrics | Mukul Dutta |
আষাঢ় শ্রাবণ মানে না তো মন
ঝর ঝর ঝর ঝর ঝরেছে
তোমাকে আমার মনে পড়েছে,
তোমাকে আমার মনে পড়েছে,,,,2
আলোর তরীটিতে দিন চলে যায়,
আঁধারের মন জ্বলে তারায় তারায়
আলোর তরীটিতে দিন চলে যায়,
আঁধারের মন জ্বলে তারায় তারায়
আমার এ মন কেন শুধু আকুলায়,
বরষন কোথা যেন হয়েছে
তোমাকে আমার মনে পড়েছে,
তোমাকে আমার মনে পড়েছে।
আষাঢ় শ্রাবণ মানে না তো মন
ঝর ঝর ঝর ঝর ঝরেছে
তোমাকে আমার মনে পড়েছে
দিওনা কখনো পিছু দিওনা আমায়,
সবকিছু পাওয়া হবে পেলে গো তোমায়
দিওনা কখনো পিছু দিওনা আমায়,
সবকিছু পাওয়া হবে পেলে গো তোমায়
চোখের জলেতে বেয়ে সুখ এলো তায়,
আজ মন মোহনায় মিশেছে
তোমাকে আমার মনে পড়েছে,
তোমাকে আমার মনে পড়েছে।
আষাঢ় শ্রাবণ মানে না তো মন
ঝর ঝর ঝর ঝর ঝরেছে
তোমাকে আমার মনে পড়েছে,