Keno Kichu Kotha Bolo Na Lyrics (কেন কিছু কথা বলো না) Lata Mangeshkar

Keno Kichu Kotha Bolo Na Song Is Sung by Lata Mangeshkar. Music Composed by And Song Lyrics In Bengali Written by Salil Chowdhury.
Song Keno Kichhu Katha Balo Na
Artist: Lata Mangeshkar
Music Director Salil Chowdhury
Lyricist Salil Chowdhury

কেন কিছু কথা বলো না?
শুধু চোখে চোখে চেয়ে
যা কিছু চাওয়ার আমার,
নিলে সবই চেয়ে, একি ছলনা
কেন কিছু কথা বলো না?
শুধু চোখে চোখে চেয়ে
যা কিছু চাওয়ার আমার,
নিলে সবই চেয়ে, একি ছলনা
কেন কিছু কথা বলোনা ?

যত দূর দূর থাকো
শুধু চেয়ে চেয়ে থাকো,
যত দূর দূর থাকো
শুধু চেয়ে চেয়ে থাকো,
সে চাওয়ায় আমার আকাশ
আমার বাতাস ভরে রাখো।
একি ছলনা, একি ছলনা
কেন কিছু কথা বলোনা?

কেন কিছু কথা বলো না ?
না বলে যা যাও বলে,
ভাষাহীনা ভাষার বেদনা
কেন কিছু কথা বলো না ?

যত সুর না গেয়ে গাও
যে বাঁশি প্রাণে বাজাও,
যত সুর না গেয়ে গাও
যে বাঁশি প্রাণে বাজাও,
সে সুরের সুরায় মদির হল যে মন
কোথায় উধাও,
একি ছলনা, একি ছলনা

কেন কিছু কথা বলো না?
শুধু চোখে চোখে চেয়ে
যা কিছু চাওয়ার আমার,
নিলে সবই চেয়ে, একি ছলনা
কেন কিছু কথা বলো না?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *