Ogo Aar Kichu To Nai Song Lyrics- Lata Mangeshkar

Ogo Ar kichu To Nai, a beautiful composition by Salil Chowdhury in the voice of Lata, with Bengali Lyrics.
Song Ogo Aar Kichhu To Naai
Artist Lata Mangeshkar

ওগো আর কিছু তো নাই
বিদায় নেবার আগে তাই
তোমারি নয়নে পাওয়া
তোমারি সুরে গাওয়া
এ গানখানি রেখে যাই
ওগো আর কিছু তো নাই
বিদায় নেবার আগে তাই
তোমারি নয়নে পাওয়া
তোমারি সুরে গাওয়া
এ গানখানি রেখে যাই
ওগো আর কিছু তো নাই

বরষা হয়ে তুমি আকাশ ভরে
হৃদয় মরূতে মম পড়েছ ঝরে
বরষা হয়ে তুমি আকাশ ভরে
হৃদয় মরূতে মম পড়েছ ঝরে
সরস করিয়া মোরে
যে ফুল ফোটালে ভোরে
এ মালা তারই রেখে যাই
ওগো আর কিছু তো নাই
বিদায় নেবার আগে তাই
তোমারি নয়নে পাওয়া
তোমারি সুরে গাওয়া
এ গানখানি রেখে যাই
ওগো আর কিছু তো নাই

জানিনা কখন মন হারায়ে গেল
সকলি হারায়ে বুঝি সকলি পেল
জানিনা কখন মন হারায়ে গেল
সকলি হারায়ে বুঝি সকলি পেল
আজিকে আশার নদী
হুতাশে শুকালো যদি
এ হৃদিটুকু রেখে যাই
ওগো আর কিছু তো নাই
বিদায় নেবার আগে তাই
তোমারি নয়নে পাওয়া
তোমারি সুরে গাওয়া
এ গানখানি রেখে যাই
ওগো আর কিছু তো নাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *