Antabihin Kate Na Aar Jeno Lyrics (অন্তবিহীন কাটে না আর যেন) Lata Mangeshkar

Lyrics for Antabihin Kate Na Aar Jeno by Lata Mangeshkar & Salil Chowdhury.
Song Antabihin Kate Na Aar Jeno
Singer Lata Mangeshkar
Music & Lyrics Salil Chowdhury

অন্তবিহীন,
কাটে না আর যেন বিরহের এই দিন,
তুমি না আসিলে, ভালো না বাসিলে
তুমি না আসিলে, ভালো না বাসিলে
সুরহীন, তালহীন, কালহীন,
বড়ো শূন্য শূন্য দিন
বড়ো শূন্য শূন্য দিন
বড়ো শূন্য শূন্য দিন।।

পোড়া মন পাগল হলো,
কি করে যে সব কিছু ভোলো হো ?
পোড়া মন পাগল হলো হো ,
কি করে যে সব কিছু ভোলো হো?
বাঁধন সবিই এতো হেলায় খোলো,
আমায় করো রঙ-হীন।

অন্তবিহীন
কাটে না আর যেন বিরহের এই দিন,
তুমি না আসিলে, ভালো না বাসিলে
তুমি না আসিলে, ভালো না বাসিলে
সুরহীন, তালহীন, কালহীন,
বড়ো শূন্য শূন্য দিন
বড়ো শূন্য শূন্য দিন
বড়ো শূন্য শূন্য দিন।।

কুয়াশা কুয়াশা ভরা আশা
বোবা হয়ে গেছে সব ভাষা হা,
কুয়াশা কুয়াশা ভরা আশা হা
বোবা হয়ে গেছে সব ভাষা হা,
জীবন মরণ মিলে মিশে গেছে,
কিছু তো নাই রঙীন।

অন্তবিহীন
কাটে না আর যেন বিরহের এই দিন,
তুমি না আসিলে, ভালো না বাসিলে
তুমি না আসিলে, ভালো না বাসিলে
সুরহীন, তালহীন, কালহীন,
বড়ো শূন্য শূন্য দিন
বড়ো শূন্য শূন্য দিন
বড়ো শূন্য শূন্য দিন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *