Hazar Tarar Aloy Bhora Lyrics (হাজার তারার আলোয় ভরা) Lata Mangeshkar

Song Name: Hazar Tarar Aloy Bhora Movie: Mother (1979) Singer: Lata Mangeshkar Music: Bireswar Sarkar Lyrics: Pulak Bandyopadhyay
Song Haajaar Taaraar Aaloy
Artist Lata Mangeshkar
Album Mother -tagari -preyasi - Father

হাজার তারার আলোয় ভরা
চোখের তারা তুই,
স্বপ্ন দিয়ে সাজাই তোকে
কান্না দিয়ে ধুই।

এমন নয়ন মণি ফেলে
কেমন করে যে যাই,
যে দিকে চাই সে দিকে আজ
আঁধার দেখি তাই।
এখন আমার এ পথ ছাড়া
আর তো নেই কিছুই,
স্বপ্ন দিয়ে সাজাই তোকে
কান্না দিয়ে ধুই।

কোথায় ছিলি কোথায় এলি
চাঁদের কণা তুই,
স্বপ্ন দিয়ে সাজাই তোকে
কান্না দিয়ে ধুই।

দূরে গেলে রয়ে যাবো
কাছে কাছে তোর,
আসব ফিরে নতুন হয়ে
রাত্রি হলে ভোর।
যাবার বেলায় কিছুই না পাই
প্রাণভরে শুধু ছুঁই,
স্বপ্ন দিয়ে সাজাই তোকে
কান্না দিয়ে ধুই।

হাজার তারার আলোয় ভরা
চোখের তারা তুই,
স্বপ্ন দিয়ে সাজাই তোকে
কান্না দিয়ে ধুই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *