Hazar Tarar Aloy Bhora Lyrics (হাজার তারার আলোয় ভরা) Lata Mangeshkar
Song Name: Hazar Tarar Aloy Bhora Movie: Mother (1979) Singer: Lata Mangeshkar Music: Bireswar Sarkar Lyrics: Pulak BandyopadhyaySong | Haajaar Taaraar Aaloy |
Artist | Lata Mangeshkar |
Album | Mother -tagari -preyasi - Father |
হাজার তারার আলোয় ভরা
চোখের তারা তুই,
স্বপ্ন দিয়ে সাজাই তোকে
কান্না দিয়ে ধুই।
এমন নয়ন মণি ফেলে
কেমন করে যে যাই,
যে দিকে চাই সে দিকে আজ
আঁধার দেখি তাই।
এখন আমার এ পথ ছাড়া
আর তো নেই কিছুই,
স্বপ্ন দিয়ে সাজাই তোকে
কান্না দিয়ে ধুই।
কোথায় ছিলি কোথায় এলি
চাঁদের কণা তুই,
স্বপ্ন দিয়ে সাজাই তোকে
কান্না দিয়ে ধুই।
দূরে গেলে রয়ে যাবো
কাছে কাছে তোর,
আসব ফিরে নতুন হয়ে
রাত্রি হলে ভোর।
যাবার বেলায় কিছুই না পাই
প্রাণভরে শুধু ছুঁই,
স্বপ্ন দিয়ে সাজাই তোকে
কান্না দিয়ে ধুই।
হাজার তারার আলোয় ভরা
চোখের তারা তুই,
স্বপ্ন দিয়ে সাজাই তোকে
কান্না দিয়ে ধুই।