Amar Malati Lata Lyrics – Lata Mangeshkar
Amar Malatilata Dole with lyrics sung by Lata Mangeshkar from the album Serashilpi Seragaan Hits Of Lata Mangeshkar Kishor.Song | Amar Malatilata Dole |
Artist | Lata Mangeshkar |
Music Director | R.D.Burman |
Lyricist | Pulak Banerjee |
আমার মালতীলতা কি আবেশে দোলে,
আমি সে কথা জানি না আমায় কে গো দেবে বলে।
আমার মালতীলতা ওগো কি আবেশে দোলে,
আমি সে কথা জানি না আমায় কে গো দেবে বলে।
জানি না এ কি হাওয়া ছুঁয়েছে তারে
জানি না এ কি হাওয়া ছুঁয়েছে তারে
সেজেছে কেন ফুলে ফুলে পাতা বাহারে।
কেন দোলে ঢেউ তোলে
কেন দোলে হিল্লোলে।
আমার মালতীলতা ওগো কি আবেশে দোলে,
আমি সে কথা জানি না আমায় কে গো দেবে বলে।
বুঝি না একি মায়া লেগেছে মনে
ও বুঝি না এ কি মায়া লেগেছে মনে
হয়েছে এত খুশী কেন বিনা কারণে
কেন দোলে ঢেউ তোলে
কেন দোলে হিল্লোলে।
আমার মালতীলতা ওগো কি আবেশে দোলে,
`আমি সে কথা জানি না আমায় কে গো দেবে বলে।
আমার মালতীলতা –