Amar Malati Lata Lyrics – Lata Mangeshkar

Amar Malatilata Dole with lyrics sung by Lata Mangeshkar from the album Serashilpi Seragaan Hits Of Lata Mangeshkar Kishor.
Song Amar Malatilata Dole
Artist Lata Mangeshkar
Music Director R.D.Burman
Lyricist Pulak Banerjee

আমার মালতীলতা কি আবেশে দোলে,
আমি সে কথা জানি না আমায় কে গো দেবে বলে।
আমার মালতীলতা ওগো কি আবেশে দোলে,
আমি সে কথা জানি না আমায় কে গো দেবে বলে।

জানি না এ কি হাওয়া ছুঁয়েছে তারে
জানি না এ কি হাওয়া ছুঁয়েছে তারে
সেজেছে কেন ফুলে ফুলে পাতা বাহারে।
কেন দোলে ঢেউ তোলে
কেন দোলে হিল্লোলে।
আমার মালতীলতা ওগো কি আবেশে দোলে,
আমি সে কথা জানি না আমায় কে গো দেবে বলে।

বুঝি না একি মায়া লেগেছে মনে
ও বুঝি না এ কি মায়া লেগেছে মনে
হয়েছে এত খুশী কেন বিনা কারণে
কেন দোলে ঢেউ তোলে
কেন দোলে হিল্লোলে।
আমার মালতীলতা ওগো কি আবেশে দোলে,
`আমি সে কথা জানি না আমায় কে গো দেবে বলে।
আমার মালতীলতা –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *