Bhebechhi Bhule Jabe Lyrics-Asha Bhosale
Bhebechhi Bhule Jabo Bengali Song Lyrics.| Song | Bhebechhile Bhuley Jabo |
| Artist | Asha Bhosle |
| Album | Bhebechhile Bhuley Jabo |
ভেবেছি ভুলে যাব
পারিনা যে ভুলিতে
যে বাঁধনে বেঁধেছ
পারিনা তো খুলিতে।
ভেবেছি ভুলে যাব
পারিনা যে ভুলিতে
যে বাঁধনে বেঁধেছ
পারিনা তো খুলিতে।।
ওগো আমি জানি
তুমি যে গোপনে
ছুঁয়ে যাও আমাকে
শয়নে স্বপনে
ওগো আমি জানি
তুমি যে গোপনে
ছুঁয়ে যাও আমাকে
শয়নে স্বপনে…
তোমারই ছবি আঁকি
বেদনারই তুলিতে
যে বাঁধনে বেঁধেছ
পারিনা তো খুলিতে…
আমারই হৃদয়ে
আছ যে জড়িয়ে
তোমারই স্মৃতি সবই
আছে যে ছড়িয়ে
আমারই হৃদয়ে
আছ যে জড়িয়ে
তোমারই স্মৃতি সবই
আছে যে ছড়িয়ে
সকলই চিহ্ন তোমার
পড়ে আছে ধুলিতে
যে বাঁধনে বেঁধেছ
পারিনা তো খুলিতে।।
পেয়েছি তোমাকে
আরও কাছে পাবো
বুঝিতে পারিনি
পেয়ে যে হারাবো
পেয়েছি তোমাকে
আরও কাছে পাবো
বুঝিতে পারিনি
পেয়ে যে হারাবো…
বিরহ ঢেলে দিলে
প্রেমেরই এই ঝুলিতে
যে বাঁধনে বেঁধেছ
পারিনা তো খুলিতে।
ভেবেছি ভুলে যাব
পারিনা যে ভুলিতে
যে বাঁধনে বেঁধেছ
পারিনা তো খুলিতে।
