Kacha Harite Rakhite Narili Premo Jol
| Song | Kacha Harite Rakhite Narili Premo Jol |
| Performed by | Tanmay Kar & Friends |
| Lyrics & Tun | Khyapa Manohar Gosai |
| Mixing and Mastering | Mrityunjoy |
| Editing | Eddie |
Kacha Harite Lo
Rakhite Narili Premo Jol Go
Rakhite narili prema jol
Aar kacha hari jole dile
Tokhoni jaibe gole
Aar oboseshe dujonate lagbe gondogol
Kancha Harite Lo
Rakhite Narili Premo Jol Go
Aar korbi jodi paka hari
Chole jabi gurur bari
Aar prem aagune siddho hobi
O rupe korbe tolomol
রাখিতে নারিলি প্রেমজল গো
রাখিতে নারিলি প্রেমজল।
ও কাঁচা হাঁড়িতে লো, হাঁড়িতে লো
হাঁড়িতে লো, হাঁড়িতে,
রাখিতে নারিলি প্রেমজল গো
রাখিতে নারিলি প্রেমজল।।
আর কাঁচা হাঁড়ি জলে দিলে
তখনি যাইবে গলে,
আর কাঁচা হাঁড়ি জলে দিলে
তখনি যাইবে গলে।
আর অবশেষে দুইজনাতে
অবশেষে দুইজনাতে লাগবে গণ্ডগোল,
ও গণ্ডগোল, গণ্ডগোল ..
রাখিতে নারিলি প্রেমজল গো
রাখিতে নারিলি প্রেমজল।
ও কাঁচা হাঁড়িতে লো, হাঁড়িতে লো
হাঁড়িতে লো, হাঁড়িতে,
রাখিতে নারিলি প্রেমজল গো
রাখিতে নারিলি প্রেমজল।।
আর করবি যদি পাকা হাঁড়ি
চলে যাবি গুরুর বাড়ি,
গুরুর বাড়ি, গুরুর বাড়ি,
আর প্রেম-আগুনে সিদ্ধ হবি
প্রেম-আগুনে সিদ্ধ হবি
ও রূপে করবে টলমল,
ও টলমল, ও টলমল ..
রাখিতে নারিলি প্রেমজল গো
রাখিতে নারিলি প্রেমজল।
ও কাঁচা হাঁড়িতে লো, হাঁড়িতে লো
হাঁড়িতে লো, হাঁড়িতে,
রাখিতে নারিলি প্রেমজল গো
আরে রাখিতে নারিলি প্রেমজল।।
আর সদানন্দ ভেবে আউল ..
এ কথা যেই বুঝেছে সেই তো বাউল,
আর সদানন্দ ভেবে আউল ..
এ কথা যেই বুঝেছে সেই তো বাউল,
আবার ধান কুটিলে হয়রে চাউল
আবার ধান কুটিলে হয়রে চাউল
আর তুষ কুটিলে কি বা ফল,
কি বা ফল..
রাখিতে নারিলি প্রেমজল গো
রাখিতে নারিলি প্রেমজল।
ও কাঁচা হাঁড়িতে লো, হাঁড়িতে লো
হাঁড়িতে লো, হাঁড়িতে,
রাখিতে নারিলি প্রেমজল গো
আরে রাখিতে নারিলি প্রেমজল।।
