Keu Jaane Naa

Song Keu Jaane Naa
Movie Raavan
Singer Arijit Singh
Lyrics Prosen
Music Savvy

Pagol hoye achi tori karon
Sathe kore enechi ney ei mon
Tor hasir chhol tor chuler dol
Amake kere ney
Tor chokher jhil jani
Perono mushkil mani
Taao parina je egiye giyeche
Amari duti paa
Toke ekar dekhar lukiye ki moja
Se toh ami chara keu jane na
Toke chaowar paowar noy re soja
Se toh ami chara keu jane na

পাগল হয়ে আছি, তোরই কারণ
সাথে করে এনেছি, নে এই মন,
তোর হাসির ছল, তোর চুলের দল
আমাকে কেড়ে নেয়।
তোর চোখের ঝিল, জানি
পেরোনো মুশকিল, মানি
তাও পারিনা যে এগিয়ে গিয়েছে
আমারই দুটো পা।
তোকে একার দেখার লুকিয়ে কি মজা
সে তো আমি ছাড়া কেউ জানে না,
তোকে চাওয়ারা পাওয়া‌রা নয় রে সোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না।।
সত্যি করে বল, তোর কি মনে হয়
মনের কোলাহল কেউ কারো নয়,
ব্যস্ত আছে খুব বুকের চলাচল
মায়াবী লাগে সব রুপোলি এ সময়।
তোর চোখের ঝিল, জানি
পেরোনো মুশকিল, মানি
তাও পারিনা যে এগিয়ে গিয়েছে
আমারই দুটো পা।
তোকে একার দেখার লুকিয়ে কি মজা
সে তো আমি ছাড়া কেউ জানে না,
তোকে চাওয়ারা পাওয়া‌রা নয় রে সোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না।।
একলা ছিল মন ধূসর এতো দিন
এক ঝলকে তোর হয়েছে কি রঙ্গীন,
শুনতে পেলে যেই নূপুর বাজে তোর
বেঁচে থাকাই দায়, মরে যাওয়া কঠিন।
তোর চোখের ঝিল, জানি
পেরোনো মুশকিল, মানি
তাও পারিনা যে এগিয়ে গিয়েছে
আমারই দুটো পা।
তোকে একার দেখার লুকিয়ে কি মজা
সে তো আমি ছাড়া কেউ জানে না,
তোকে চাওয়ারা পাওয়া‌রা নয় রে সোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *