Tomay Hrid Majhare Rakhbo

Tomay Hrid Majhare Rakhbo Lyrics (হৃদ মাঝারে রাখবো) is a very popular Bengali Traditional Folk Song. Lyrics are written by Dwij Bhushan and Music by Vaishnav Kirtan. Many Bengali Singers sang the song soulfully. Lopamudra Mitra, Bolepur Bluez, Laxman Das, Gautam Das Baul, Akriti Kakar has also sung the song in their own way. Tomay Hrid Majhare Rakhbo Chere Debo Na lyrics.
Artist Borno Chakroborty
Guitar S.I.M Farhan Sheikh
Original Compositions Dwij Bhushan
Visual Direction Borno Chakroborty
D.O.P & Editor Shafayet Badhon

Tomay hrid majhare rakhbo chere debo na
Tomay hrid majhare rakhibo chere debo na
Ore chere dile sonar gour ar pabo na
Khepa chere dile sonar gour ar pabo na

Bhubono mohono gora
Kon moni jonar mono hora
Ore radhar preme matowara
Chand gour amar
radhar preme matowara
Dhulay jay bhai gora-gori
Jete chaile jete debo na

Jabo brojer kule kule
Amra makhbo paaye ranga dhuli
Ore noyonete noyon diye rakhbo tare
chole gele jete debo na na na

তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না,

তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।

ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর
আর পাবো না না না, আর পাবো না।
তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না,
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।

ভূবনো মোহনো গোরা..
কোন মণিজনার মনোহরা (x2)
মণিজনার মনোহরা।
ওরে রাধার প্রেমে মাতোয়ারা
চাঁদ গৌর আমার রাধার প্রেমে মাতোয়ারা
ধূলায় যাই ভাই গড়াগড়ি।
যেতে চাইলে যেতে দেবো না, না না না।
যেতে চাইলে দেবো না না না যেতে দেবো না।
তোমায় হৃদয় মাঝে,
তোমায় হৃদয় মাঝে রাখিবো ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।

যাবো ব্রজের কুলে কুলে..
যাবো ব্রজের কুলে কুলে
আমরা মাখবো পায়ে রাঙ্গাধুলি
মাখবো পায়ে রাঙ্গাধুলি।
ওরে পাগল মন…
যাবো ব্রজের কুলে কুলে
মাখবো পায়ে রাঙ্গাধুলি
ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে
ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে।
চলে গেলে, চলে গেলে যেতে দেবো না,
না না, যেতে দেবো না।
তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না,
তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না।

যে ডাকে চাঁদ গৌর বলে
ওগো ভয় কিগো তার ব্রজের কুলে (x2)
ভয় কি তার ব্রজের কুলে।
ওরে দ্বিজ ভূষণ চাঁদ বলে
ওরে দ্বিজ ভূষণ চাঁদ বলে
চরন ছেড়ে দেবো না না না ছেড়ে দেবো না।
তোমায় বক্ষ মাঝে,
তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেবো না।
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।

ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর
আর পাব না না না আর পাব না।
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না
তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *