Mon Mane Na Lyrics (মন মানে না) I Love You | Dev | Pael
Mon Mane Na Song Is Sung By Sonu Nigam From I Love You Bengali Movie. Starring: Dev, Payel Sarkar, Tapas Paul And Others. Music Composed By Jeet Gannguli And Song Lyrics In Bengali Written by Priyo Chattopadhyay| Song | Mon Mane Na |
মন মানে না, মন মানে না
মন মানে না, মন মানে না।
দেখেছি শ্রাবণ তোমারই চোখে
বিরহ ব্যাথা কাঁদে বুকে,
দেখেছি শ্রাবণ তোমারই চোখে
বিরহ ব্যাথা কাঁদে বুকে,
তোমাকে দেখে তাই
নিজেকে ভুলে যাই,
তোমাকে দেখে তাই
নিজেকে ভুলে যাই,
ভালোবাসা মন ভোলে না
ভালোবাসা মন ভোলে না।
মন মানে না, মন মানে না
মন মানে না, মন মানে না।।
কখনো কি চাঁদ ছাড়া
জোছনা কে ভাবা যায়,
রাত ছাড়া এত তারা
আকাশে কি দেখা যায়।
তুমি ছাড়া আমি তাই
আঁধারে থেকে যাই,
তুমি ছাড়া আমি তাই
আঁধারে থেকে যাই,
আশা তবু প্রেম ভোলে না
ভালোবাসা মন ভোলে না।
মন মানে না, মন মানে না
মন মানে না, মন মানে না।।
মন আছে প্রেম নেই
ভাবতে কি পারা যায়,
নদী আছে কূল নেই
বলনা কি করে হয়?
যখন যেদিকে চাই
তোমাকে খুঁজে পাই,
যখন যেদিকে চাই
তোমাকে খুঁজে পাই,
সুর জানি গান ভোলে না..
ভালোবাসা মন ভোলে না।
মন মানে না, মন মানে না
মন মানে না, মন মানে না।।
