Amar Bela Je Jay Lyrics (আমার বেলা যে যায়) Rabindra Sangeet

Amar Bela Je Jay Rabindra Sangeet Sung by Monali Thakur And This Song Written by Rabindranath Tagore. Same Song Is Sung by Hemanta Mukherjee, Kishore Kumar, Indrani Sen, Alka Yagnik, Babul Supriyo, Debanjali Lily And Many Various Artists In Their Own Way.
Song Amar Bela Je Jay
Written by Rabindranath Tagore
Raag Khambaj
Parjaay Puja 12
Upa-parjaay Gaan
Taal Dadra | Khemta

আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে,
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে,
আমার বেলা যে যায়।।

একতারাটির একটি তারে
গানের বেদন বইতে নারে,
একতারাটির একটি তারে
গানের বেদন বইতে নারে,
তোমার সাথে বারে বারে
হার মেনেছি এই খেলাতে,
তোমার সুরে সুরে সুর মেলাতে,
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে,
আমার বেলা যে যায়।।

এ তার বাঁধা কাছের সুরে
ঐ বাঁশি যে বাজে দূরে,
আমার এ তার বাঁধা কাছের সুরে
ঐ বাঁশি যে বাজে দূরে,
গানের লীলার সে কিনারে
যোগ দিতে কি সবাই পারে,
বিশ্বহৃদয় পারাবারে রাগরাগিণীর জাল ফেলাতে,
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে,
আমার বেলা যে যায়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *