Amar Mon Mane Na lyrics

Enjoy the song Amar Mon Mane Na with lyrics sung by Chitra Singh from the album Chayanika Tagore Songs Various Artistes.
Song Amar Mon Mane Na
Album Title Chayanika Tagore Songs Various Artistes
Artist Chitra Singh
Music Director Rabindranath Tagore
Lyricist Rabindranath Tagore

আমার মন মানে না, দিনরজনী
আমার মন মানে না
আমি কী কথা স্মরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারি
ওগো, কী ভাবিয়া মনে এ দু’টি নয়নে উথলে নয়নবারি—
ওগো সজনি
আমার মন মানে না, দিনরজনী
আমার মন মানে না

সে সুধাবচন, সে সুখপরশ, অঙ্গে বাজিছে বাঁশি গো
সে সুধাবচন, সে সুখপরশ, অঙ্গে বাজিছে বাঁশি
তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী—
কেন না জানি
আমার মন মানে না, দিনরজনী
আমার মন মানে না

ওগো, বাতাসে কী কথা ভেসে চলে আসে, আকাশে কী মুখ জাগে
সখি, বাতাসে কী কথা ভেসে চলে আসে, আকাশে কী মুখ জাগে
ওগো, বনমর্মরে নদীনির্ঝরে কী মধুর সুর লাগে
ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরিছে গলে গো
ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরিছে গলে
আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে—
দিব নিছনি
আমার মন মানে না, দিনরজনী
আমার মন মানে না

আমি কী কথা স্মরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারি
ওগো, কী ভাবিয়া মনে এ দু’টি নয়নে উথলে নয়নবারি—
ওগো সজনি
আমার মন মানে না, দিনরজনী
আমার মন মানে না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *