Bolchi Tomar Kane Kane Lyrics-Lata Mangeshkar
Bolchi Tomar Kane Kane Amar Tumi by Lata Mangeshkar, Bappi LahiriSong | Bolchi Tomar Kane Kane |
Singer | Lata Mangeshkar |
Music | Bappi Lahiri |
Lyrics | Pulak Banerjee |
বলছি তোমার কানে কানে
আমার তুমি,
বলছি আমার গানে গানে
আমার তুমি।
আজকে আমার প্রান পেয়েছে
অনেক নতুন ভাষা,
অনেক দিনের স্বপ্ন যে
অনেক দিনের আশা।
বলছি তোমার কানে কানে, আমার তুমি
বলছি আমার গানে গানে, আমার তুমি।
তোমায় পেয়ে, হয় যে মনে
আর জনমেও সাথী ছিলাম,
আমরা দু’জন, মনের সুখে
অনেক জনম ঘুরে এলাম।
চিরদিনই থাকবে একই
আমাদের এই ভালবাসা..
বলছি তোমার কানে কানে, আমার তুমি
বলছি আমার গানে গানে, আমার তুমি।
তুমি আমার, অনেক আপন
মেনে নিয়েও বলে এ মন,
হওনা তুমি, আরও কাছের
হওনা তুমি আরও আপন।
এক সাগরে মিলবো বলে
তোমার আমার স্রোতে ভাসা..
বলছি তোমার কানে কানে, আমার তুমি
বলছি আমার গানে গানে, আমার তুমি।
আজকে আমার প্রান পেয়েছে
অনেক নতুন ভাষা,
অনেক দিনের স্বপ্ন যে
অনেক দিনের আশা।
বলছি তোমার কানে কানে, আমার তুমি
বলছি আমার গানে গানে, আমার তুমি।
আমার তুমি ..