Ekbar Biday De Ma Ghure Ashi Lyrics (একবার বিদায় দে মা) Patriotic Song

Ekbar Biday De Maa Ghure Ashi by Lata Mangeshkar
Song Ekbar Biday De Ma Ghure Ashi
Movie Subhas Chandra
Singer Lata Mangeshkar
Music Aparesh Lahiri
Lyricist Pitamber Das

একবার বিদায় দে মা ঘুরে আসি
একবার বিদায় দে মা ঘুরে আসি,
হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী
আমি হাসি হাসি পরব ফাঁসি
দেখবে ভারতবাসী।
একবার বিদায় দে মা ঘুরে আসি
একবার বিদায় দে মা ঘুরে আসি।।

কলের বোমা তৈরি করে
দাঁড়িয়ে ছিলাম রাস্তার ধারে মা গো,
কলের বোমা তৈরি করে
দাঁড়িয়ে ছিলাম রাস্তার ধারে মাগো,
বড়লাটকে মারতে গিয়ে মারলাম
আর এক ইংল্যান্ড বাসী,
আমি বড়লাটকে মারতে গিয়ে মারলাম
আর এক ইংল্যান্ড বাসী,
একবার বিদায় দে মা ঘুরে আসি
একবার বিদায় দে মা ঘুরে আসি।।

শনিবার বেলা দশটার পরে
জর্জকোর্টে তে লোক না ধরে মা গো,
শনিবার বেলা দশটার পরে
জর্জকোর্টে তে লোক না ধরে মাগো,
হলো অভিরামের দ্বীপজ্বালান মা
খুদিরামের ফাঁসি,
হল অভিরামের দ্বীপজ্বালান মা
খুদিরামের ফাঁসি,
একবার বিদায় দে মা ঘুরে আসি
একবার বিদায় দে মা ঘুরে আসি।।

বারো লক্ষ তেত্রিশ কোটি
রইল মা তোর বেটা বেটি মা গো,
বারো লক্ষ তেত্রিশ কোটি
রইল মা তোর বেটা বেটি মাগো,
তাদের নিয়ে ঘর করিস মা
বৌদের করিস দাসী,
ও মা তাদের নিয়ে ঘর করিস মা
বৌদের করিস দাসী,
একবার বিদায় দে মা ঘুরে আসি
একবার বিদায় দে মা ঘুরে আসি।।

দশ মাস দশ দিন পরে
জন্ম নিব মাসীর ঘরে মা গো,
দশ মাস দশ দিন পরে
জন্ম নিব মাসীর ঘরে মাগো,
তখন যদিনা চিনতে পারিস
দেখবি গলায় ফাঁসি,
ও মা তখন যদিনা চিনতে পারিস
দেখবি গলায় ফাঁসি,
একবার বিদায় দে মা ঘুরে আসি
একবার বিদায় দে মা ঘুরে আসি,
হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী
আমি হাসি হাসি পরব ফাঁসি
দেখবে ভারতবাসী।
একবার বিদায় দে মা ঘুরে আসি
একবার বিদায় দে মা ঘুরে আসি
একবার বিদায় দে মা ঘুরে আসি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *