Hai Re Pora Banshi Lyrics Lata Mangeshkar

Hai Re Pora Banshi Lyrics Lata Mangeshkar. Movie: Anusandhan (1981) Music Composer: Rahul Dev Burman Lyricist: Gouri Prasanna Majumder
Song Hai Re Pora Banshi
Music R.D Burman.
Singer Lata Mangeshkar.
Lyricist Gouri Prasanna Majumder

হায় রে পোড়া বাঁশি
ঘরেতে ও রইতে দিলো না ঘরেতে
হায় রে পোড়া বাঁশি
ঘরেতে ও রইতে দিলো না ঘরেতে

হায় রে পোড়া বাঁশি
হায় হায় পোড়া বাঁশি

কি যে জ্বালাতনে পড়েছি
কাকেই বা আর বলি গো
সুখেরই জ্বালাতে, বাঁশিরও বিষেতে
হায় জ্বলি গো

কি যে জ্বালাতনে পড়েছি
কাকেই বা আর বলি গো
সুখেরই জ্বালাতে, বাঁশিরও বিষেতে
হায় জ্বলি গো

হায় রে কোনো কথা আমাকে
রইতে দিল না ঘরেতে
হায় রে পোড়া বাঁশি
হায় হায় পোড়া বাঁশি

দেখেছি কখনো শুনেছি আকাশে
চাঁদ ওঠে গো
দেখিনি ফুল আমি মনে সে ফুল বুঝি
আজ ফোটে গো

দেখেছি কখনো শুনেছি আকাশে
চাঁদ ওঠে গো
দেখিনি ফুল আমি মনে সে ফুল বুঝি
আজ ফোটে গো

হায় রে মলয়াকে দখিনে
বইতে দিলো না ঘরেতে
হায় রে পোড়া বাঁশি
হায় হায় পোড়া বাঁশি

চোখ গেলো গেলো চোখ
বলে যে পাখিটা ঐ ডাকে রে
চোখ গেলো গেলো চোখ
বলে যে পাখিটা ঐ ডাকে রে

ও যার চোখ নেই
কি হবে এ কথা শুনিয়ে তাকে রে
হায় রে পোড়া মনে জ্বালা সে
ও সইতে দিলো না ঘরেতে

হায় রে পোড়া বাঁশি
হায় হায় পোড়া বাঁশি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *