Jake Pabo Na Take Ami Lyrics – Lata Mangeshkar
Jake Pabo Na Take Ami Song Is Sung by Lata Mangeshkar from Amanat Bengali Movie. Starring: Prosenjit Chatterjee, Satabdi Roy And and Rupa Ganguly. Music Composed by Amit Kumar. Jakey Pabo Na Take Ami Keno Janina Valobashi Lyrics Written by Swapan Chakroborty.Song Name | Jake Pabo Na Take Ami |
Movie Name | Amanat (1989) |
Singer | Lata Mangeshkar |
Music | Amit Kumar |
Lyrics | Swapan Chakroborty |
যাকে পাবো না তাকে আমি
কেন জানি না ভালোবাসি,
যে পথে আমি যেতে না চাই
তবু সে পথে বারে বারে আসি।
ও.. যাকে পাবো না তাকে আমি
কেন যানি না ভালোবাসি,
যে পথে আমি যেতে না চাই
তবু সে পথে বারেবারে আসি।
বোবা মনে আমি স্বপ্ন দেখি
মুখে কিছু পারিনা যে বলিতে,
আমার মনের আশা আমায়
আসে শুধু আমাকে ধরিতে।
বোবা মনে,
বোবা মনে আমি স্বপ্ন দেখি
মুখে কিছু পারি না যে বলিতে,
আমার মনের আশা আমায়
আসে শুধু আমাকে ধরিতে।
আমি যে আঁখি জলে ভাসি
কেনো যানিনা ভালোবাসি,
যে পথে আমি যেতে না চাই
তবু সে পথে বারে বারে আসি।
হাত বাড়িয়ে যাকে ধরতে গেলাম
সেতো কভু এসে ধরা দিলো না,
আমার মালা ধুলোতে লুটায়
সেতো কভু হাতে তুলে নিলো না।
পরানে বাজে বরুণ বাঁশি
কেনো যানিনা ভালোবাসি,
যে পথে আমি যেতে না চাই
তবু সে পথে বারে বারে আসি।
হো.. যাকে পাবো না তাকে আমি
কেনো জানিনা ভালোবাসি
যে পথে আমি যেতে না চাই
তবু সে পথে বারে বারে আসি।