Kolkatar Rasogolla Lyrics (কোলকাতার রসগোল্লা) – Cockpit – Dev, Koel, Rukmini
Kolkatar Rasogolla Lyrics from Cockpit Bengali Movie The Song is sung by Kavita Krishnamurthy Starring: Dev, Koel Mallick and Rukmini Maitra Ami Kolkatar Rosogolla Song Lyrics written by Pulak Bandyopadhyay.| Song | Kolkatar Rosogolla |
নমস্কার,কোথায় যাচ্ছেন ?
একটু সাবধান !
কারো পকেট বড়,
কারো পকেট ছোট,
কেউ লম্বা বেশি,
কেউ একটু খাটো (x2)
আমি বলি সবাই সাবধান..
আমি কোলকাতার রসগোল্লা,
হো আমি কোলকাতার রসগোল্লা।
কখন বালিগঞ্জে,কখন টালিগঞ্জে
কখন শ্যামবাজারে, কখন বাগবাজারে
আমি বলি সবাই সাবধান..
আমি কোলকাতার রসগোল্লা,
হো আমি কোলকাতার রসগোল্লা।
দাদু, তুমি যে হাঁদু,
রাখোনি আমার কোন খবর
লালু, খেয়েছো নাড়ু,
বুঝবেনাতো রসের কদর (x2)
আমি রসগোল্লা রসে টইটুম্বুর
হো আমি রসগোল্লা রসে টইটুম্বুর
নইতো শুকনো গজা,
আমি নই মতিচুর
আমি বলি সবাই সাবধান..
আমি কোলকাতার রসগোল্লা,
হো আমি কোলকাতার রসগোল্লা।
কখন বিগবাগানে, কখন হাতিবাগানে
কখন খিদির পুরে বা ভবানী পুরে
আমি বলি সবাই সাবধান..
আমি কোলকাতার রসগোল্লা,
হো আমি কোলকাতার রসগোল্লা।
দেখে লিপিস্টিক ঠোঁটে,
সবারি বুকে হয় কত শখ
বুড়া বনে যায় ছোঁড়া,
ছোটায় ঘোড়া টগবগ, টগবগ (x2)
আমি রসগোল্লা কিনলে বিষম খাবে
এমন মিষ্টি কভু বলনা কোথায় পাবে
আমি বলি সবাই সাবধান..
আমি কোলকাতার রসগোল্লা
হো আমি কোলকাতার রসগোল্লা।
কখন পার্কস্ট্রীটে, কখন কলেজ স্ট্রীটে
কখন বি আই সি তে, কখন বাইপাসেতে
আমি বলি সবাই সাবধান..
আমি কলকাতার রসগোল্লা
হো আমি কলকাতার রসগোল্লা।
