Kothara

Song Kothara
Vocals Jayati Chakraborty
Lyrics Rajib Chakraborty
Composer Subrata Bhattacharya
Arrangement Partha Paul

Kothara esechilo kichuta ogochalo
Tobuo vijiyechi chokh
Ochena rastara diyeche ashkara
Uriye roder palok
Dekha hok rode na brishtite
Nachor drishtite
Dujone hobo parapar
Tumi toh chuye dile
Amio chuye debo
Valo toh bashbo abar

কথারা এসেছিলো, কিছুটা অগোছালো
তবুও ভিজিয়েছি চোখ,
অচেনা রাস্তারা, দিয়েছে আস্কারা
উড়িয়ে রোদের পালক।
দেখা হোক মেঘে না বৃষ্টিতে
নাছোড় দৃষ্টিতে,
দুজনে হবো পারাপার।
তুমি তো ছুঁয়ে দিলে
আমি ও ছুঁয়ে দেবো,
ভালো তো বাসবো আবার।।
হইনি সাবধানী, তবুও কতখানি
আগুনে হাত রাখি আঁচে,
যেকোনো অজুহাতে, মিশেছি একসাথে
স্বপ্নের আনাচে কানাচে।
দেখা হোক ..
বেহায়া আবদারে, অযথা রাত বাড়ে
দুজনে হবো পারাপার।
তুমি তো ছুঁয়ে দিলে
আমি ও ছুঁয়ে দেবো,
ভালো তো বাসবো আবার।।
বলিনি ডাকনাম, না খোলা সেই খাম
একলা চিলেকোঠা বাড়ি,
তুমিও গান হবে, কথার উৎসবে
আমিও সুর হতে পারি।
দেখা হোক ..
অকাল বৈশাখে, হারানো সেই বাঁকে
দু’জনে হবো পারাপার।
তুমি তো ছুঁয়ে দিলে
আমি ও ছুঁয়ে দেবো,
ভালো তো বাসবো আবার।
কথারা এসেছিলো, কিছুটা অগোছালো
তবুও ভিজিয়েছি চোখ,
অচেনা রাস্তারা, দিয়েছে আস্কারা
উড়িয়ে রোদের পালক।
দেখা হোক.. মেঘে না বৃষ্টিতে
নাছোড় দৃষ্টিতে,
দুজনে হবো পারাপার।
তুমি তো ছুঁয়ে দিলে
আমি ও ছুঁয়ে দেবো,
ভালো তো বাসবো আবার
ভালো তো বাসবো আবার
ভালো তো বাসবো আবার।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *