Rangini Kato Mon Mon Dite Chay lyrics – Manna Dey

Rangini Kato Mon Mon Dite Chay Lyrics by Pulak Banerjee from Manna Dey Bengali Hits. Now, listen to all your favourite songs, along with the lyrics
Song Rangini Kato Mon Mon Dite Chay lyrics
Writer(s) Manna Dey, Pulak Banerjee
Singer Manna Dey

রঙ্গিনী কত মন
মন দিতে চায়
কি করে বোঝাই
কিছু চাই না
চাই না
চাই না
সন্দেহে ভরা হোক
তোমার দু’চোখ
আর কারো চোখে
আমি চাই না
চাই না
চাই না

হাতে থাক বেমানান কাঁকনের ধার
ও হাতেই দেখি তবু ভাগ্য আমার
হাতে থাক বেমানান কাঁকনের ধার
ও হাতেই দেখি তবু ভাগ্য আমার

কাব্যের ভুল থাক তোমার গানের
কাব্যের ভুল থাক তোমার গানের
আর কারো গান আমি গাই না

কি করে বোঝাই
কিছু চাই না
চাই না
চাই না

ঝলমল করে ওঠে কত চাঁদমুখ
সুর্যের ধার করা রূপের আলোয়
এক অতি সাধারন মুখ দেখি আমি
যে রয়েছে ভরপুর মন্দ ভালোয়

হাজার কণ্ঠ তোলে প্রশ্নে ঝড়
দ্বিধায় কাঁপেনা তবু প্রাণের এ ধর
হাজার গন্ধ তোলে প্রশ্নে ঝড়
দ্বিধায় কাঁপেনা তবু প্রাণের এ ধর

আমি বলি ছোট হোক এ যে ভালোবাসা
আমি বলি ছোট হোক এ যে ভালোবাসা
পৃথিবী ডাকুক তবু যাই না

কি করে বোঝাই
কিছু চাইনা
চাইনা
চাইনা

সন্দেহে ভরা হোক
তোমার দু’চোখ
আর কারো চোখে
আমি চাইনা
চাইনা
চাইনা

রঙ্গিনী কত মন
মন দিতে চায়
কি করে বোঝাই
কিছু চাইনা
চাইনা
চাইনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *