Muthor Angul Khule
Muthor Angul Khule is the latest Bengali Song Sung by Mahtim Shakib. Music Composed by Marcell. Muthor Angul Khule Lyrics In Bengali Written by Robiul Islam Jibon| Song Name | Muthor Angul Khule |
| Drama Name | Rong Dhong |
| Singer | Mahtim Shakib |
| Lyrics | Robiul Islam Jibon |
Muthor angul khule
Tomay chutey jai bhule
Haasir arale tumi
Shopno sajao kon phule
Ami samle rakhi abeg
E pothe roddur naki megh
Egiye giye abar jai pichiye
Jodi baso bhalo tobe kichu aalo
Dao bichiye
Kohara joro hoy
Bhange nirabotar siri
Laage je boro bhoy
Jodi shunno haate phiri
Muthor aangul khule
Tomay chute jai bhule
Hasir arale tumi
Swapno sajao kon phool e
মুঠোর আঙুল খুলে
তোমায় ছুঁতে যাই ভুলে,
হাসির আড়াল তুমি
স্বপ্ন সাজাও কোন ফুলে।
আমি সামলে রাখি আবেগ
এ পথে রোদ্দুর নাকি মেঘ,
এগিয়ে গিয়ে আবার, যাই পিছিয়ে।
যদি বাসো ভালো, তবে কিছু আলো
যদি বাসো ভালো, তবে কিছু আলো
দাও বিছিয়ে ..
মুঠোর আঙুল খুলে
তোমায় ছুঁতে যাই ভুলে,
হাসির আড়াল তুমি
স্বপ্ন সাজাও কোন ফুলে।।
কথারা জড়ো হয়
ভাঙে নিরাবতার সিড়ি,
লাগে যে বড় ভয়
যদি শূণ্য হাতে ফিরি।
আ.. হা..
কথারা জড়ো হয়
ভাঙে নিরাবতার সিড়ি,
লাগে যে বড় ভয়
যদি শূণ্য হাতে ফিরি।
আমি সামলে রাখি আবেগ
এ পথে রোদ্দুর নাকি মেঘ,
এগিয়ে গিয়ে আবার, যাই পিছিয়ে।
যদি বাসো ভালো, তবে কিছু আলো
যদি বাসো ভালো, তবে কিছু আলো
দাও বিছিয়ে ..
মুঠোর আঙ্গুল খুলে
তোমায় ছুতে যাই ভুলে,
হাসির আড়াল তুমি
স্বপ্ন সাজাও কোন ফুলে।।
