Neel Neel Akashe Lyric of Bengali song (Kishore Kumar)

Neel Neel Akashe Song Lyrics In Bengali. The Song Is Sung by Kishore Kumar. Nil Nil Akashe Bangla Song Lyrics.
Song Neel Neel Akashe
Singer Kishore Kumar

নীল নীল আকাশে, চাঁদ ওই যখন আসে
ভালোবাসা ছড়িয়ে, মন আমার ভরিয়ে
এমন কেউ সাথী কৈ, এমন কেউ কাছে কৈ,
তৃষ্ণা মনের মিটিয়ে যায়ে (x2)
নীল নীল আকাশে, লা লা লালা..

ও হো.. উঁচু উঁচু পর্বত
যেমন চায় ছুঁতে আকাশকে
তৃষ্ণার্ত এই নদী,
যেমন চায় পেতে সাগর কে (x2)

প্রেম-ডোরে বাঁধবো যারে,
ভালোবাসা দিয়ে তারে
মন আমার চায় যাকে,
কোথায় আমি খুঁজি তাকে।
এমন কেউ সাথী কৈ, এমন কেউ কাছে কৈ,
তৃষ্ণা মনের মিটিয়ে যায়ে
নীল নীল আকাশে, লা লা লালা..

ও হো.. ঝাঁকে ঝাঁকে স্বপ্ন
ফের নামছে নীড় আজ খুঁজতে
দিশাহারা মন যে, চায়না কিছুই বুঝতে (x2)

প্রেম যে বন্যা তা, মন তো জানতো না
কে আমার মন কে আজ,
এসে তাই ছুঁয়ে যায়।
এমন কেউ সাথী কৈ, এমন কেউ কাছে কৈ,
তৃষ্ণা মনের মিটিয়ে যায়ে..
নীল নীল আকাশে, লা লা লালা..

ও হো.. ঝির ঝির করে শ্রাবন
আজ খুশির বান চালিয়ে
সাত রঙের এই বর্ষাতে
প্রাণ আমার যায় জ্বালিয়ে (x2)

প্রেম সাগরে নাইবো, ডুব দিয়েই মরবো
কিছু তো চায় না সে, স্বর্গ পেয়েছে যে।
এমন কেউ সাথী কৈ, এমন কেউ কাছে কৈ,
তৃষ্ণা মনের মিটিয়ে যায়ে..
নীল নীল আকাশে, চাঁদ ওই যখন আসে
ভালোবাসা ছড়িয়ে, মন আমার ভরিয়ে
এমন কেউ সাথী কৈ, এমন কেউ কাছে কৈ
তৃষ্ণা মনের মিটিয়ে যায়ে..
নীল নীল আকাশে, লা লা লালা..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *