O Mor Moyna Go (ও মোর ময়না গো) Lyrics – Lata Mangeshkar
O Mor Moyna Go Lyrics by Lata Mangeshkar: Music composed by Salil Chowdhury And Bangla Song Lyrics written by Solil Chowdhury.Singer | Lata Mangeshkar |
Music Director | Salil Chowdhury |
Lyricist | Salil Chowdhury |
ও মোর ময়না গো,
ও মোর ময়না গো
কার কারনে তুমি একেলা ?
কার বিহনে বিহনে
দিবানিশি যে উতলা?
সে তো আসবে না
সে তো ফিরবে না, ফিরবে না
ও মোর ময়না গো..
দূর দূর দূর,
দূর পানে আনমনে চাহিয়া
কি বিরাগের রাগিনী জাও গাহিয়া (x2)
সবুজ সবুজ ভরা বনানী
ফুরাবে ফাগুন বুঝি জানো নি ?
সবুজ সবুজ ভরা বনানী
ফুরাবে ফাগুন বুঝি জানো নি ?
হায়রে হায়রে বুঝি তা জানো নি?
ময়না গো, ও মোর ময়না গো
কার কারনে তুমি একেলা ?
কার বিহনে বিহনে
দিবানিশি যে উতলা ?
সে তো আসবে না
সে তো ফিরবে না, ফিরবে না
ও মোর ময়না গো..
ঝর ঝর ঝর,
দু’নয়ন ঝর-ঝর ঝরায়ে
কেনো থাকো বিষাদে মন ভরায়ে (x2)
যা কিছু হারায়ে গেল যাক না
নীল আকাশে মেলো পাখনা
যা কিছু হারায়ে গেল যাক না
নীল আকাশে মেলো পাখনা
দাও রে দাও রে মেলে পাখনা.
ময়না গো, ও মোর ময়না গো
কার কারনে তুমি একেলা ?
কার বিহনে বিহনে
দিবানিশি যে উতলা ?
সে তো আসবে না
সে তো ফিরবে না, ফিরবে না
ও মোর ময়না গো..