Lyric of Bengali song Oi Gacher Pataae Roder Jhikimiki
Lyrics. oi gacher pataae roder jhikimiki amae chomke daao chomke daao dao dao dao amar mon maanena deri aar shoynaSong | Oi Gacher Pataae Roder Jhikimiki |
Singer | Lata Mangeshkar |
oi gacher pataae roder jhikimiki
amae chomke daao chomke daao
dao dao dao
amar mon maanena
deri aar shoyna ||
oi je ghum pahaar
o …….
jege besh ghumiye dakhe
ke amar kaache thaake
ke amar gaaner kothar maane bujhena
amar mon maanena
deri aar shoyna ||
oi je neel akash
O…………
she akhon shudhui haashe
taar ki jaae ba ashe
ami je chena diyeo roibo ochena
amar mon maanena
deri aar shoyna ||
ওই গাছের পাতায় রোদের ঝিকিমিকি
আমায় চমকে দাও চমকে দাও
দাও দাও দাও
আমার মন মানে না দেরি আর সয় না
গাছের পাতায় রোদের ঝিকিমিকি
আমায় চমকে দাও চমকে দাও
দাও দাও দাও
ওই যে ঘুম পাহাড়
ও ও ও ও ও ও ও ও ও ও ও ও
ওই যে ঘুম পাহাড়
ও ও ও ও ও ও ও ও ও ও ও ও
জেগে বেশ ঘুমিয়ে থাকে
কে আমার কাছে থাকে
জেগে বেশ ঘুমিয়ে থাকে
কে আমার কাছে থাকে
কে আমার গানের কথার মানেই বোঝে না
কে আমার গানের কথার মানেই বোঝে না
আমার মন মানে না দেরি আর সয় না
গাছের পাতায় রোদের ঝিকিমিকি
আমায় চমকে দাও চমকে দাও
দাও দাও দাও
ওই যে নীল আকাশ
ও ও ও ও ও ও ও ও ও ও ও ও
ওই যে নীল আকাশ
ও ও ও ও ও ও ও ও ও ও ও ও
সে এখন শুধুই হাসে
তার কি যায় বা আসে
সে এখন শুধুই হাসে
তার কি যায় বা আসে
আমি যে চেনা দিয়েও রইবো অচেনা
আমি যে চেনা দিয়েও রইবো অচেনা
আমার মন মানে না দেরি আর সয় না
গাছের পাতায় রোদের ঝিকিমিকি
আমায় চমকে দাও চমকে দাও
দাও দাও দাও দাও দাও দাও