Phiriye Nish

Song Phiriye Nish
Director Krish Bose
Vocal, Music & Lyrics Pratik Kundu
Music Production, Guiter & Mix Bibiju
Music Label The Bong Studio

Jaak sob theme jaak
Nisjum raater chayate
Thaak aaj pore thak
Golpo mishe aghate
Jani se fereni kokhono
Aar e mone
Valobasha tobu rekhechi gopone
Aar tor kotha hok
Dukkho sukhe miliye
Jol vejalo chokhe
Adore ja muchiye

যাক সব থেমে যাক
নিঝুম রাতের ছায়াতে,
থাক আজ পড়ে থাক
গল্প মিশে আঘাতে।
জানি সে ফেরেনি কখনও
আর এ মনে,
ভালোবাসা তবু রেখেগেছি গোপনে।
আজ তোর কথা হোক
দুঃখ সুখে মিলিয়ে,
জল ভেজালে চোখ
আদোরে যা মুছিয়ে।
চোখের আড়াল হয়েছো অভিমানে
ভালোবাসা তবু রেখেগেছি গোপনে।
বদলে যাওয়াটা সহজ তো নয়
তুই নিজেকে সামলে রাখিস,
আমি জেগে থাকি ঘুম ভাঙা চোখে
তুই আমাকে ফিরিয়ে নিস,
ফিরিয়ে নিস।
থাম সেই পথে থাম
যে পথে থাকছি আমি,
রোদ মাখলে শহর
লিখবে নতুন আগামী।
রাগ আর অভিমান বলনা
এসে সামনে,
সব কথা বোজানো যায়না
টেলিফোনে।
রাতের তারারা আমার কাছেই
করছে আমার নালিশ,
অবুঝ আমি খুব জানি সে তুইও
ওদেরও জানিয়ে দিস।
আমার মতন একাকী পথ
তুইও এভাবে হাঁটিস,
জেগে আছি ঘুম ভাঙা চোখে
তুই আমাকে ফিরিয়ে নিস,
ফিরিয়ে নিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *