Rangila Banshite Ke Dake Lyrics – Lata Mangeshkar
Rangila Banshite Ke Dake song by Lata Mangeshkar Music Composed by Bhupen Hazarika And Rongila Bashite Ke Dake Lyrics In Bengali Written by Pulak BanerjeeSong | Rangila Banshite Ke Dake |
Singer | Lata Mangeshkar |
Music Director | Bhupen Hazarika |
Lyricist | Pulak Banerjee |
রঙ্গিলা বাঁশিতে কে ডাকে
ঘুম ঘুম, নিঃঝুম, রাতের মায়ায়,
রঙ্গিলা বাঁশিতে কে ডাকে
ঘুম ঘুম, নিঃঝুম, রাতের মায়ায়,
চোখ মেলে চাও মেয়ে গো
লাজ ভুলে যাও মেয়ে গো,
চোখ মেলে চাও মেয়ে গো
লাজ ভুলে যাও মেয়ে গো,
ডাকে ওই সুরেরও ভাষায়
ও.. রঙ্গিলা বাঁশিতে কে ডাকে
ঘুম ঘুম, নিঃঝুম, রাতের মায়ায়।।
রূপসী নদীর বধুয়ার
হাওয়া দোলা মহুয়ার,
মনে কে আগুন জ্বালায়।
ও.. রূপসী নদীর বধুয়ার
হাওয়া দোলা মহুয়ার
মনে কে আগুন জ্বালায়।
ও.. রঙ্গিলা বাঁশিতে কে ডাকে
ঘুম ঘুম, নিঃঝুম, রাতের মায়ায়।।
সন্ধ্যা তারা ওই জাগে
কৃষ্ণচূড়ার রং লাগে,
মনের গোপন কোন রাগে
কে জানি কখন রাঙায়।
ও.. সন্ধ্যা তারা ওই জাগে
কৃষ্ণচূড়ার রং লাগে,
মনের গোপন কোন রাগে
কে জানি কখন রাঙায়।।
হরিণির মতো পায়
বুনো মেয়ে ছুটে যায়,
পিয়ালের আঙিনায়
গুনগুন অলি গায়,
চন্দনা কয় শিমুল শাখায়।
ও চাঁদ যা শুনে যা
মায়াজাল যা বুনে যা
আয়রে নেমে মেঘের ভেলায়,
আয়রে নেমে মেঘের ভেলায়,
বাসা বাঁধার স্বপনে
চলছে কে গো আনমনে,
গান গেয়ে নতুন আশায়।
ও.. রঙিলা বাঁশিতে কে ডাকে
ঘুম ঘুম, নিঃঝুম, রাতের মায়ায়।।