SABAR ARALE SANJH SAKALE SE JE ASHE GOPANE LYRICS BY LATA MANGESHKAR
SABAR ARALE SANJH SAKALE SE JE ASHE GOPANE LYRICS BY LATA MANGESHKARSong | Sabar Aarale |
Artist | Lata Mangeshkar |
Music Director& Lyricist | Salil Chowdhury |
সবার আড়ালে, সাঁঝ সকালে
সে যে আসে গোপনে, মনের বনে, ফুল চয়নে
কেউ জানে না, কেউ চেনে না তারে
সবার আড়ালে, সাঁঝ সকালে
সে যে আসে গোপনে, মনের বনে, ফুল চয়নে
কেউ জানে না, কেউ চেনে না তারে
তারে খুঁজো না, সে যে বীণার তারের মূর্ছণা
বন জোছনায় ঝরে পড়া ফুলের অর্চনা
সে যে কোনো কবি, তুলি দিয়ে আঁকা ছবি
আসে গোপনে, ফুল চয়নে
কেউ জানে না, কেউ চেনে না তারে
সবার আড়ালে, সাঁঝ সকালে
সে যে আসে গোপনে, মনের বনে, ফুল চয়নে
কেউ জানে না, কেউ চেনে না তারে
সে যে কোকিলার কুহু-কুহু সুরের আলপনা
সুর সাধনায় নতুন নতুন রাগের কল্পনা
সোনায় সোহাগা, নি-ধা-মা-পা-গা-মা, মা-পা-গা
আসে গোপনে, ফুল চয়নে
কেউ জানে না, কেউ চেনে না তারে
সবার আড়ালে, সাঁঝ সকালে
সে যে আসে গোপনে, মনের বনে, ফুল চয়নে
কেউ জানে না, কেউ চেনে না তারে