Tar Pore Ar Ganer Kotha

Tar Pore Ar Ganer Kotha Song Is Sung by Chamok And Bonni. Music Composed by And Tar Pore Ar Gaaner Kotha Mone Nai Lyrics In Bengali Written by Chamok Hasan And Bonni. Ei Mayabi Chander Raate Lyrics Used in Baba Baby O Bengali Movie. Starring: Jisshu Sengupta, Solanki Roy And Others. Directed by Aritra Mukherjee and Produced  by Nandita Roy and Shiboprosad Mukherjee Under the banner of Windows Production.
এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে, মনের এক গোপন কথা তোমায় বলতে চাই।শুনতে চাই, কিন্তু তার পরে আর গানের কথা মনে নাই, হায় হায় তার পরে আর গানের কথা মনে নাই। কিন্তু.. বলেছিলে আমার জন্য লিখবে এমন গান হবে এক মিষ্টি-মধুর প্রেমের উপাখ্যান। শোনো প্রিয়, শোনো দিয়ে মন সেই গানই গাইছি এখন,
শোনো প্রিয়, শোনো দিয়ে মন সেই গানই গাইছি এখন, এখনই গানের ভাষায় স্বপ্ন আশা তোমায় শোনাতে চাই।বলো! শুনতে চাই! কিন্তু, তার পরে আর গানের কথা মনে নাই, হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই। এই যে এই গানটা তার যে শেষ প্যারাটা,
এই যে এই গানটা তার শেষ অন্তরাটা, কত-রঙা স্বপ্ন কথায় সাজানো ছিল যে সেটা।ছিল? কোথায় গেল? কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়, সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়। বা, বা ,
কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়, সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়। তারপর ?সেই কুঠিটা এতই গহীন, পাচ্ছি না খুঁজে হায়! হায়, হায়, হায় তার পরে আর গানের কথা মনে নাই, হায় হায় তার পরে আর গানের কথা মনে নাই। এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে, মনের এক গোপন কথা তোমায় বলতে চাই। বলো শুনতে চাই... কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই, হায় হায় তার পরে আর গানের কথা মনে নাই। নাই নাই তার পরে আর গানের কথা, দরকার নাই।
Song Tar Pore Ar Ganer Kotha
Lyrics Chamok Hasan & Bonhi

Ei mayabi chander raate
Rekhe haat tomar haate
Moner ek gopon kotha
Tomay bolte chai
Shunte chai!
Kintu tar pore aar gaaner kotha mone nai

Moner ek gopon kotha
Tomay bolte chai
Shunte chai!
Kintu tar pore aar gaaner kotha mone nai

এই মায়াবী চাঁদের রাতে
রেখে হাত তোমার হাতে,
মনের এক গোপন কথা
তোমায় বলতে চাই।শুনতে চাই,

কিন্তু তার পরে আর গানের কথা মনে নাই,
হায় হায় তার পরে আর গানের কথা মনে নাই।

কিন্তু..
বলেছিলে আমার জন্য লিখবে এমন গান
হবে এক মিষ্টি-মধুর প্রেমের উপাখ্যান।

শোনো প্রিয়, শোনো দিয়ে মন
সেই গানই গাইছি এখন,

শোনো প্রিয়, শোনো দিয়ে মন
সেই গানই গাইছি এখন,
এখনই গানের ভাষায় স্বপ্ন আশা
তোমায় শোনাতে চাই।বলো! শুনতে চাই!

কিন্তু, তার পরে আর গানের কথা মনে নাই,
হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই।

এই যে এই গানটা
তার যে শেষ প্যারাটা,

এই যে এই গানটা
তার শেষ অন্তরাটা,
কত-রঙা স্বপ্ন কথায়
সাজানো ছিল যে সেটা।ছিল? কোথায় গেল?

কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়,
সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়।
বা, বা ,

কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়,
সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়।
তারপর ?সেই কুঠিটা এতই গহীন, পাচ্ছি না খুঁজে হায়!
হায়, হায়, হায়
তার পরে আর গানের কথা মনে নাই,
হায় হায় তার পরে আর গানের কথা মনে নাই।

এই মায়াবী চাঁদের রাতে
রেখে হাত তোমার হাতে,
মনের এক গোপন কথা
তোমায় বলতে চাই।

বলো শুনতে চাই…

কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই,
হায় হায় তার পরে আর গানের কথা মনে নাই।
নাই নাই তার পরে আর গানের কথা,
দরকার নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *