Tomaader Aasre Aaj Ei To Pratham Gaaite Aasaa – Lata Mangeshkar

Song: Tomader Ashore Aj Movie : Proxy (1977) Artist : Lata Mangeshkar Music Director : Hemanta Mukherjee Lyricist : Gauriprasanna Mazumder
Film Title Proxy
Song Tomader Aasare Aaj
Artist Lata Mangeshkar
Music Director Hemanta Mukherjee
Lyricist Gauriprasanna Mazumder

Tomāder āsre āj ei to pratham gāite āsā
binimaẏe chāi tomāder praśhaṁsā ār bhālbāsā

Ekdin tānapurāṭār ye tārgulo nīrab chhil
ke yen āj tāraguloke natun sure jāgiẏe dil
prāṇe ye sur lāgiẏe dil, prāṇe ye sur lāgiẏe dil
gāna̮i āmār jīban ogo, gāna̮i āmār kām̐dā-hāsā

Tomāder āsre āj ei to pratham gāite āsā

Tomāder e gān śhune ekṭu yadi bhāl lāge
tabe hab dhany āmi tomāder praśhaṁsāra̮i cheẏe
ogo kichhui to ār naẏako dāmī
e hṛdaẏ bhālabāsār gānera̮i ek sbarlipi—
jībanera̮i bām̐śhīte ye e gān āmi bājiẏe yābo
sure ye man sājiẏe yābo
e gān āmār phuler kāne, bhramarera̮i prāṇer bhāṣhā
tomāder āsre āj ei to pratham gāite āsā
binimaẏ chāi tomāder praśhaṁsā ār bhālbāsā
tomāder āsre āj ei to pratham gāite āsā

তোমাদের আসরে আজ এই তো প্রথম গাইতে আসা
বিনিময়ে চাই তোমাদের প্রশংসা আর ভালবাসা

একদিন তানপুরাটার যে তারগুলো নীরব ছিল
কে যেন আজ তারগুলোকে নতুন সুরে জাগিয়ে দিল
প্রাণে যে সুর লাগিয়ে দিল, প্রাণে যে সুর লাগিয়ে দিল
গানই আমার জীবন ওগো, গানই আমার কাঁদা-হাসা

তোমাদের আসরে আজ এই তো প্রথম গাইতে আসা

তোমাদের এ গান শুনে একটু যদি ভাল লাগে
তবে হব ধন্য আমি তোমাদের প্রশংসারই চেয়ে
ওগো কিছুই তো আর নয়কো দামী
এ হৃদয় ভালবাসার গানেরই এক স্বরলিপি—
জীবনেরই বাঁশীতে যে এ গান আমি বাজিয়ে যাবো
সুরে যে মন সাজিয়ে যাবো
এ গান আমার ফুলের কানে, ভ্রমরেরই প্রাণের ভাষা
তোমাদের আসরে আজ এই তো প্রথম গাইতে আসা
বিনিময় চাই তোমাদের প্রশংসা আর ভালবাসা
তোমাদের আসরে আজ এই তো প্রথম গাইতে আসা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *