Tumi Elena Keno Elena Lyrics (তুমি এলেনা কেন এলেনা) Kumar Sanu

Tumi Elena Keno Elena song is sung by Kumar Sanu from Priyotama Mone Rekho Bengali Album. Music composed by Arup Pranay And Tumi Ele Na Song Lyrics written by Pulak Banerjee. This Is Rainy Day Special Bengali Song.
Album Priyotama Mone Rekho
Singer Kumar Sanu
Music Composer Arup Pranay
Lyricist Pulak Banerjee

তুমি এলেনা.. কেন এলেনা..
ভাঙ্গা ভাঙ্গা মন আমার কি পেলো।

তুমি এলেনা .. কেন এলেনা ..
ভাঙ্গা ভাঙ্গা মন আমার কি পেলো।
এই শ্রাবণের সন্ধা বেলায়,
এই শ্রাবণের সন্ধা বেলায়।
তুমি এলেনা .. কেন এলেনা ..

ঝিরি ঝিরি বৃষ্টি ধারাতে
তুমি এসে পাশে যে দাঁড়াতে হে হে,
ঝিরি ঝিরি বৃষ্টি ধারাতে
তুমি এসে পাশে যে দাঁড়াতে।
চমকাতো বিজলী, কালো মেঘে তাই
তাকে তুমি, ভুলে গেলে কি হলো।

এই শ্রাবণের সন্ধা বেলায়,
এই শ্রাবণের সন্ধা বেলায়
তুমি এলেনা .. কেনো এলেনা ..

আজো আছে সেই সে বরষা
মনে শুধু নেই সে ভরসা হা হা,
আজো আছে সেই সে বরষা
মনে শুধু নেই সে ভরসা।
কোথায় সে স্বপ্ন, খুঁজে বলো পাই
কথা দিয়ে, রাখলেনা কি হলো।

এই শ্রাবণের সন্ধা বেলায়,
এই শ্রাবণের সন্ধা বেলায়
তুমি এলে না.. কেনো এলে না..
ভাঙা ভাঙা মন আমার কি পেলো
এই শ্রাবণের সন্ধা বেলায়,
এই শ্রাবণের সন্ধা বেলায়,
তুমি এলেনা.. কেনো এলে না…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *