Gahan Megher Chhaya Ghanay – LYRICS
Gahan Megher Chhaya Ghanay Lyrics by Pulak Banerjee from Manna Dey - Bengali Songs To Remember. Now, listen to all your favourite songs, along with the lyrics| Song | Gahan Megher Chhaya Ghanay |
| Singer | Manna Dey |
| Writer(s) | Pulak Banerjee, Pravash Dey |
গহন মেঘের ছায়া ঘনায়ে সে আসে
ঐ আসে
গহন মেঘের ছায়া ঘনায়ে সে আসে
বসেছিলাম যার আশে
বসেছিলাম যার আশে
বসেছিলাম, সে ঐ আসে
ঐ আসে, ঐ সে আসে
গহন মেঘের ছায়া ঘনায়ে সে আসে
ঐ আসে
গহন মেঘের ছায়া ঘনায়ে সে আসে
শুনি সাজ সাজ রবে
ভুবন সাজে মহোৎসবে
শুনি সাজ সাজ রবে
ভুবন সাজে মহোৎসবে
বিদ্যুতেরই চমক লাগা শ্বাসে ঐ
গহন মেঘের ছায়া ঘনায়ে সে আসে
ঐ আসে
গহন মেঘের ছায়া ঘনায়ে সে আসে
গুরু গুরু ডম্বর দেঘা দিয়ে, মাতিয়ে দিলো
মাতিয়ে দিলো সে আমাকে
প্রাণের সেতার বাঁধিয়ে সুরে সুরে সাধিয়ে
সে যে ঝরে ঝরে পড়ে আমার বিজন এ অন্তরে
ঝরে আমার বুকের ভালোবাসায়
ভালবাসার বিশ্বাসে
ওই সে আসে
গহন মেঘের ছায়া ঘনায়ে সে আসে
ঐ আসে
গহন মেঘের ছায়া ঘনায়ে…
ঐ আসে, ঐ আসে
গহন মেঘের ছায়া…
গহন মেঘের ছায়া ঘনায়ে সে আসে
ঐ আসে
গহন মেঘের ছায়া ঘনায়ে সে আসে
