Aami Aachhi Lyrics (আমি আছি) Dwitiyo Purush | Rupam Islam | Anupam Roy
Aami Aachhi Song Is Sung by Rupam Islam from Dwitiyo Purush Bengal Movie. Starring: Parambrata Chattopadhyay, Raima Sen, Abir Chatterjee, Anirban Bhattacharya, Gaurav Chakraborty, Rwitobroto Mukherjee, Sourav Das And Others. Music Composed by And Ami Aachi Lyrics In Bengali Written by Anupam Roy. Additional Programming by Shamik Chakravorty. Mixed And Mastered by Prasenjit Pom Chakrabutty.Song | Aami Aachhi |
Singer | Rupam Islam |
Music & Lyrics | Anupam Roy |
আমি আছি, আমি আছি
কেন আড়াল করতে চাও?
তোমার পাকস্থলীর ভেতর
আমায় খাবার করে নাও ..
আমি আছি, আমি আছি
হে.. কেন হঠাৎ ভুলতে চাও?
তোমার রাত জাগা কবিতার
অন্ত্যমিলে আমায় পাও..
জানি তোমার চোখে আমার আঙ্গুল
তোমার কথায় হাজারটা ভুল,
ধরতে আমি চাইনা, ধরতে হয়।
এখনো তুমি আমায় চিনতে চাও না
এখনো তোমার বাক্স ভরা ভয়,
এখনো তুমি অস্বীকারে বন্দী
জানো না তুমি নিজের পরিচয়।
আমি আছি, আমি আছি
তোমার মোড়ের মাথার গান,
এ হে,
তোমার খুনোখুনির গলি
তোমার থেঁতলে যাওয়া প্রাণ।
আমি আছি, আমি আছি
তোমার প্রতিশোধের ভ্রুন,
তোমার শেষেও আমি থাকবো
তোমার চিতাতে আগুন।
জানি তোমার চোখে আমার আঙুল
তোমার কথায় হাজারটা ভুল,
ধরতে আমি চাই না, ধরতে হয়।
এখনও তুমি আমায় চিনতে চাও না
এখনও তোমার বাক্স ভরা ভয়,
এখনও তুমি অস্বীকারে বন্দী
জানো না তুমি নিজের পরিচয়।