Amar Kono Golpo Nei Lyrics (আমার কোনো গল্প নেই) Tasher Ghawr – Swastika

Amar Kono Golpo Nei Song Is Sung by Swastika Mukherjee from Tasher Ghawr Hoichoi film. Music Composed And Song Lyrics In Bengali Written by Soumit Deb.

Song Amar Kono Golpo Nei
Singer Swastika Mukherjee
Lyrics & Composition Soumit Deb
Arrangement Amit-Ishan
Mixing and Mastering Anindit Roy
Director Sudipto Roy
DOP Ayan Sil
Production House Chilekotha Films
Label SVF Music

Taser ghore dore Darun khela kore
Joler gaaye bhanga dangar sukh
Etuku aalo dekhe
Kishori paata shekhe
Pakhir thot chene basar mukh
Amar ono golpo nei
Tasher ghawre dore
Hotath ese pore
Jadur obosore mayar dheu
Gorar sheshe tobe
Na hoy megh hobe
Bhorer kache thakte asha shopne keu
Tasher ghawre dore palok hoye jhore
Amar hariye jaowa danar sei
Khelar sheshe cholo tomar kotha bolo
Amar alada kono golpo nei
 

তাসের ঘরে দোরে
দারুন খেলা করে,
জলের গায়ে ভাঙা ডাঙার সুখ।
এটুকু আলো দেখে
কিশোরী পাতা শেখে,
পাখির ঠোঁট চেনে বাসার মুখ।

আমার কোনো গল্প নেই !

তাসের ঘরে দোরে, হঠাৎ এসে পড়ে
জাদুর অবসরে মায়ার ঢেউ।
গড়ার শেষে তবে, না হয় মেঘ হবে
ভোরের কাছে থাকতে আসা স্বপ্নে কেউ

আমার কোনো গল্প নেই !

দুঃখ যাকে মানায় না সেই
ঋতুর কাছে ঋণী
কাঁচের আয়না জন্ম হল পরিপাটি তিনি।

সাজিয়ে রাখা নানান ছদ্মবেশে
দু-এক পশলা ঝড়ের অসুখ এসে,
আমার সুখের হিসেব উড়িয়ে নিয়ে যায়
স্বেচ্ছায়।

টুকরো কিছু কিছু, স্বপ্ন কুচিপিছু
টানে আলেয়া চোখে কাজল সেই।

আমার কোনো গল্প নেই !

তাসের ঘরে দোরে
পালক হয়ে ঝরে,
আমার হারিয়ে যাওয়া ডানার সেই।

খেলার শেষে চলো
তোমার কথা বলো,
আমার আলাদা কোনো গল্প নেই।

আমার কোনো গল্প নেই!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *