Amar Moner Koner Baire Lyrics (আমার মনের কোণের বাইরে) Rabindra Sangeet
Amar Moner Koner Baire Rabindra Sangeet Song Is Sung by Jayati Chakraborty, Anwesha Dattagupta, Subhamita Banerjee, Rupankar Bagchi, Iman Chakraborty And Many Various Artists In Their Own Way. Song Lyrics In Bengali Written by Rabindranath Tagore.
Song | Amar Moner Koner Baire |
Lyrics & Composition | Rabindranath Tagore |
Taal | Dadra |
Raag | Kafi |
Ami janla khule khone khone
chai re
Amar Moner Koner Baire
Kon onek dure udash sure
Avash je kar pai re
Ache Ache, nai re
Amar dui ankhi holo hara
Kon gogone khoje kon sondhatara
Kar chaya amay chuye je jay
Kape hridoy tai re
Gunguniye gai re
আমার মনের কোণের বাইরে,
আমার মনের কোণের বাইরে
আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে,
আমার মনের কোণের বাইরে,
আমার মনের কোণের বাইরে।
কোন্ অনেক দূরে উদাস সুরে
কোন্ অনেক দূরে উদাস সুরে
আভাস যে কার পাই রে,
আছে আছে, নাই রে..
আমার মনের কোণের বাইরে,
আমার মনের কোণের বাইরে।
আমার দুই আঁখি হল হারা,
কোন্ গগনে খোঁজে কোন্ সন্ধ্যাতারা,
আমার দুই আঁখি হলো হারা,
কোন্ গগনে খোঁজে কোন্ সন্ধ্যাতারা,
কার ছায়া আমায় ছুঁয়ে যে যায়,
কার ছায়া আমায় ছুঁয়ে যে যায়,
কাঁপে হৃদয় তাই রে গুনগুনিয়ে
গাই রে..
আমার মনের কোণের বাইরে,
আমার মনের কোণের বাইরে
আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে,
আমার মনের কোণের বাইরে,
আমার মনের কোণের বাইরে।