Amar Saptamir Bikel Lyrics (আমার সপ্তমীর বিকেল) Pranjal Bakshi
Amar Saptamir Bikel Song Is Sung by Pranjal Bakshi. Starring: Kanchan Mullick And June Malia. Amar Soptomir Bikel Lyrics.
Song Name | Amar Saptamir Bikel |
Album | Madhurima |
Singer | Pranjal Bakshi |
Label | Raga Music Communications |
Amar Saptamir Bikel
Amar ek bhanga cycle
Tomar natun juto maruti esteem
Amar pocket gorer maath
Tomar natun credit card
Ami tomar kache nitantoi tim tim
Aaj mon theke bolchi
Tomar naam niye cholchi
Din katche-na tomar bihone
Aaj bhul shure gaan gai
Ashona tumi tai
Din katabo kivabe ke jane
Bhanga re Bhanga amar Nouka
Hariye geche amar boitha
Vanga re Vanga amar Nouka
Hariye geche amar boitha
আমার সপ্তমীর বিকেল
আমার এক ভাঙা সাইকেল
তোমার নতুন জুতো মারুতি ইস্টিম।
আমার পকেট গড়ের মাঠ
তোমার নতুন ক্রেডিট কার্ড
আমি তোমার কাছে নিতান্ত টিম টিম।
আজ মন থেকে বলছি
তোমার নাম নিয়ে চলছি
দিন কাটছে না তোমার বিহনে।
আজ ভুল সুরে গান গাই
আসছ না তুমি তাই
দিন কাটাব কিভাবে কে জানে।
ভাঙ্গা রে ভাঙ্গা আমার নৌকা
হারিয়ে গেছে আমার বৈঠা,
ভাঙ্গা রে ভাঙ্গা আমার নৌকা
হারিয়ে গেছে আমার বৈঠা।
তোমার হরিণ হরিণ চোখ
দেখে সব দুনিয়ার লোক
তোমার অঙ্গজুড়ে রঙ্গীন সালোয়ার।
তোমার দেমাক দেমাক চাল
আমার আজ ফুটো কপাল
তুমি আমার দিকে চাওনা কেনো আর?
আজ মন থেকে বলছি
তোমার নাম নিয়ে চলছি
দিন কাটছে না তোমার বিহনে।
আজ ভুল সুরে গান গাই
আসছ না তুমি তাই
দিন কাটাব কিভাবে কে জানে।
ভাঙ্গা রে ভাঙ্গা আমার নৌকা
হারিয়ে গেছে আমার বৈঠা,
ভাঙ্গা রে ভাঙ্গা আমার নৌকা
হারিয়ে গেছে আমার বৈঠা।
তোমার ফড়িং ফড়িং মন
তোমাই ঘিরে হাজার জন
আমি বোবার মত একলা বসে রই।
তোমার ঝুমুর ঝুমুর দুল
আমার হাতের গোলাপ ফুল
তুমি দেখেও যেনো দেখছো না কিছুই।
আজ মন থেকে বলছি
তোমার নাম নিয়ে চলছি
দিন কাটছে না তোমার বিহনে।
আজ ভুল সুরে গান গাই
আসছ না তুমি তাই
দিন কাটাব কিভাবে কে জানে।
ভাঙ্গা রে ভাঙ্গা আমার নৌকা
হারিয়ে গেছে আমার বৈঠা,
ভাঙ্গা রে ভাঙ্গা আমার নৌকা
হারিয়ে গেছে আমার বৈঠা।