Anka Banka Alo Dhaka Lyrics (আঁকা বাঁকা আলো ঢাকা) – Buno Haansh – Torsha Sircar

Anka Banka Alo Dhaka song from movie Buno Haansh sung by Torsha Sircar. Starring: Dev.

Movie Buno Haansh (2014)
Artist Torsha Sircar

ei anka banka alo dhaka

haoa chutiye

ei itti utti u turn

nesha nesha tension

kanabachi banchi chutiye

keno pichi pichu dinkal ghore-baire

keno unchu nichu rasta chapa saire

kake follow kore ke jane

 

gunechi hate rong jonaki

gunechi hate rong jonaki

makhbe nki aj ekaki

aj ekaki ki jeno baki

ei alo jol dinta chera dushchinta

vindeshi maya ujane

ei luko chapa chirkut abchaya rong root

kake follow kore ke jane

 

cholechi rater pothe aloar paar

cholechi rate pothe aloar paar

nishi dake kar chora obhisar

chora obhisar ki chilo janar

keno besamal sondeh baruder gondheh

vindeshi maya ujane

keno chute more awara chomcgome haoara

kake follow kore k jane

 

ei anka banka alo dhaka

haoa chutiye

ei itti utti u turn

nesha nesha tension

kanabachi banchi chutiye

keno pichi pichu dinkal ghore-baire

vindeshi maya ujane

keno chute more awara chomcgome haoara

kake follow kore k jane

kake follow kore k jane

kake follow kore k jane

এই আঁকা বাঁকা আলো ঢাকা
হাওয়া ছুটিয়ে
এই ইট্টি উট্টি ইউ টার্ন
নেশা নেশা টেনশন
কানামাছি বাঁচি ছুটিয়ে
কেন পিছু পিছু দিনকাল ঘরে-বাইরে
ভিনদেশী মায়া উজানে
কেন উঁচু নিচু রাস্তা চাপা সাইরে
কাকে ফলো করে কে জানে।।
 
গুনেছি হাতে হাতে রং জোনাকি
গুনেছি হাতে হাতে রং জোনাকি
মাখবে নাকি আজ একাকী
আজ একাকী কি যেন বাকি
এই আলো জল দিনটা ছেঁড়া দুশ্চিন্তা
ভিনদেশী মায়া উজানে
এই লুকো চাপা চিরকুট আবছায়া রং রুট
কাকে ফলো করে কে জানে।।
 
চলেছি রাতের পথে আলেয়ার পার
চলেছি রাতের পথে আলেয়ার পার
নিশি ডাকে কার চোরা অভিসার
চোরা অভিসার কি ছিল জানার
কেন বেসামাল সন্ধ্যে বারুদের গন্ধে
ভিনদেশী মায়া উজানে
কেন ছুটে মরে আওয়ারা ছমছমে হাওয়ারা
কাকে ফলো করে কে জানে।।
 
এই আঁকা বাঁকা আলো ঢাকা
হাওয়া ছুটিয়ে
এই ইট্টি উট্টি ইউ টার্ন
নেশা নেশা টেনশন
কানামাছি বাঁচি ছুটিয়ে
কেন পিছু পিছু দিনকাল ঘরে-বাইরে
ভিনদেশী মায়া উজানে
কেন উঁচু নিচু রাস্তা চাপা সাইরে
কাকে ফলো করে কে জানে
কাকে ফলো করে কে জানে
কাকে ফলো করে কে জানে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *