Chol Na Jai Lyrics (চল না যাই) – Amazon Obhijaan – Arijit Singh

Chol Na Jai song from movie Amazon Obhijaan sung by Arijit Singh. Starring: Dev.

Song Chol Naa Jai
Singer Arijit Singh
Music Director Indraadip Dasgupta
Lyricis Prasen
Track Concept & Design Indraadip Dasgupta, Arijit Singh
Final Programming & Track Production Arijit Singh
Additional Programming Shamik Chakravarty
Rhythm and Vocal Back Design Amit-Ishan
Back Vocalist Ishan Mitra, Sayan Ghosh, Amit Chatterjee
Child Vocal Aruna Das, Souhardya Debnath
Guitar Design Arijit Singh, Joy Sen Gupta
Mixing and Mastering Amit Chatterjee (IDP Studio)

Akash jebar prothom din
Shurjo dekhechilo
She shob tarikh ke aar bolte paare
Rod kuashar khelna chai
Shahosh hole shongee
Morichikay chuttey jaay
Keu jaane na kon dik

She shob pothe cholte kojon pare
Chol Naa Jai, Poth Harai
Ochena uddeshe
Raatri hok aleya jalbo niruddeshe

Row the boat just row the boat
Tui nouko chor tui bhelay oth
Tui raat khujish hoye nodir chor
Tui chand hoye aaj jhapre por
Just row the boat
Just row the boat
Just row the boat
Just row the boat
Just row the boat

Pele hotto-melar desh
Chol urbo khamokhai
Ele jhorna dekhar din
Chol kaat-te bhule jai

Akash jebar prothom din
Shurjo dekhechilo
She shob tarikh ke aar bolte paare
Rod kuashar khelna chai
Shahosh hole shongee
Morichikay chuttey jaay
Keu jaane na kon dik

She shob pothe cholte kojon pare
Chol Naa Jai, Poth Harai
Ochena uddeshe
Raatri hok aleya jalbo niruddeshe

আকাশ যে’বার প্রথম দিন
সূর্য দেখেছিলো
সে সব তারিখ কে আর বলতে পারে
রোদ কুয়াশার খেলনা চাই
সাহস হলে সঙ্গী
মরীচিকায় ছুটতে যায়
কেউ জানে না কোন দিক
 
ও ও ও …ও ও ও…ও ও ও
  ও ও ও
 
সে সব পথে চলতে ক’জন পারে
চল না যাই , পথ হারায়
অচেনা উদ্দেশ্যে
রাত্রি হোক, আলেয়া জ্বালবো নিরুদ্দেশে
চল না যাই, পথ হারায়
অচেনা উদ্দেশ্যে
রাত্রি হোক, আলেয়া জ্বালবো নিরুদ্দেশে

ও ও ও …ও ও ও…ও ও ও
 ও ও ও

রোদ বোট কে স্রোত বোট
তুই নৌকো চর, তুই ভেলায় ওঠ
তুই রাত খুঁজিস হয়ে নদীর চর
তুই চাঁদ হয়ে আজ ঝাপড়ে পর

পেলে‌হট্ট মেলার দেশ
চল উড়বো খামোখাই
এলে ঝর্ণা দেখার দিন
চল কাটতে ভুলে যায়

আকাশ যে’বার প্রথম দিন
সূর্য দেখেছিলো
সে সব তারিখ কে আর বলতে পারে
রোদ কুয়াশার খেলনা চাই
সাহস হলে সঙ্গী
মরীচিকায় ছুটতে যায়
কেউ জানে না কোন দিক

ও ও ও …ও ও ও…ও ও ও
  ও ও ও

সে সব পথে চলতে ক’জন পারে
চল না যাই , পথ হারায়
অচেনা উদ্দেশ্যে
রাত্রি হোক, আলেয়া জ্বালবো নিরুদ্দেশে
চল না যাই, পথ হারায়
অচেনা উদ্দেশ্যে
রাত্রি হোক, আলেয়া জ্বালবো নিরুদ্দেশে

ও ও ও …ও ও ও…ও ও ও
  ও ও ও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *