Dakche Akash Dakche Batash Lyrics (ডাকছে আকাশ) Lopamudra Mitra

Dakche Akash Dakche Batash Song Is Sung by Lopamudra Mitra And Agantuk from Naktala Udayan Sangha Bengali Album. Music composed by Samir Chatterjee. Daakchhe Aakash Song Lyrics Written by Samir Chatterjee.

Song Daakche Aakash
Singers Lopamudra Mitra & Agantuk
Music Samir Chatterjee
Lyricist Samir Chatterjee
Label Saregama India Ltd

Dakche akash dakche batash
dakhhe mathher sobuj ghash
O chelera khela fele
shudhui keno porte jash
Ei ki toder chaowa naki
Vor koreche kaler bhut
Bhuter paowa cheler daal
Kebol boroi hobi khub
Shob hariye kebol boro
Matha jabe akash fure
Dekhbi na to shishir kemon
Bhorer ghase khela kore

ডাকছে আকাশ, ডাকছে বাতাস
ডাকছে মাঠের সবুজ ঘাস,
ও ছেলেরা খেলা ফেলে
শুধুই কেন পড়তে যাস।

এই কি তোদের চাওয়া নাকি
ভর করেছে কালের ভূত,
ভুতের পাওয়া ছেলের দল
কেবল বড়ই হবি খুব।
ডাকছে আকাশ, ডাকছে বাতাস
ডাকছে মাঠের সবুজ ঘাস,
ও ছেলেরা খেলা ফেলে
শুধুই কেন পড়তে যাস।

সব হারিয়ে কেবল বড়
মাথা যাবে আকাশ ফুঁড়ে,
দেখবি না তো শিশির কেমন
ভোরের ঘাসে খেলা করে।
আয় রে ছেলে আয় রে মেয়ে
আয় রে ছেলে আয় রে মেয়ে,
আয় রে বুড়ো ধাড়ির দল
ছোটার যুগে ছুটবি যখন
মাঠেও না হয় ছুটবি চল।
ডাকছে আকাশ, ডাকছে বাতাস
ডাকছে মাঠের সবুজ ঘাস,
ও ছেলেরা খেলা ফেলে
শুধুই কেন পড়তে যাস।

ছক কাটা এই ছকের শহর
ছকে বাঁধা ছকের জীবন,
কুলোর বাতাস বলতে তো এই
একটু সবুজ যখের ধন।
ও ছেলেরা ও মেয়েরা,
ও ছেলেরা ও মেয়েরা
দেশের দশের চোখের মণি,
কাদা ধুলো মেখে মাঠে,
সবুজ হ না একটুখানি,
সবুজ হ না একটুখানি।

ডাকছে আকাশ, ডাকছে বাতাস
ডাকছে মাঠের সবুজ ঘাস,
ও ছেলেরা খেলা ফেলে
শুধুই কেন পড়তে যাস..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *