Dhandar Thekeo Jotil Tumi Lyrics (ধাঁধার থেকেও জটিল তুমি) Rishi Panda

Dhandar Thekeo Jotil Tumi Song Is Sung by Subrata Ghosh from Mohiner Ghoraguli Bangla Band. Dhadar Thekeo Jotil Tumi Bengali Song Lyrics written by Joyjit Lahiri. Same Song Is Sung by Parambrata Chatterjee. Cover Version Song Is Sung by Rishi Panda.

Song Dhandar Thekeo Jotil Tumi
Lyrics Joyjit Lahiri
Singer Rishi Panda
Original Singer Subrata Ghosh
Band Moheener Ghoraguli

Dhandar thekeo jatil tumi
Khider theke-o sposhto
Kaaj-er moddhey okaaj khali
Moner moddhey koshto
Swapno hoyei jokhon tokhon
aakre amay dhoro
Tai to boli amay borong
ghenna koro, ghenna koro
Gunogaaner hajar buli
shudhui shomoy noshto
Aankcho chobi shomosto din
rong shobi osposhto
 

 

ধাঁধার থেকেও জটিল তুমি
খিদের থেকেও স্পষ্ট।
কাজের মধ্যে অকাজ খালি
মনের মধ্যে কষ্ট।

স্বপ্ন হয়ে যখন তখন আঁকড়ে আমায় ধর
তাইতো বলি আমায় বরং
ঘেন্না কর ঘেন্না কর।

গুনগানের হাজার বুলি, শুধুই সময় নষ্ট
আঁকছো ছবি সমস্ত দিন, রঙ সবই অস্পষ্ট।
সুখের থেকেও হাজার গুনে দুঃখ অনেক ভালো
তাইতো বলি আমায় বরং
ঘেন্না কর ঘেন্না কর।

আজ চালাক আমি কাল বোকা
মহৎ প্রেমিক ন্যাকা ন্যাকা,
আজ চালাক আমি কাল বোকা
মহৎ প্রেমিক ন্যাকা ন্যাকা
আমার আসল চেহারা কি চিনতে তুমি পারো?
চিনতে যদি পেরেই থাকো
ঘেন্না কর ঘেন্না কর।

ধাঁধার থেকেও জটিল তুমি
খিদের থেকেও স্পষ্ট।
কাজের মধ্যে অকাজ খালি
মনের মধ্যে কষ্ট।
স্বপ্ন হয়ে যখন তখন আঁকড়ে আমায় ধর
তাইতো বলি আমায় বরং
ঘেন্না কর ঘেন্না কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *