Dugga Ma Lyrics (দুগ্গা মা) – Bolo Dugga Maiki – Arijit Singh

Dugga Ma song is sung by Arijit Singh. Dugga Maa Song is from Bolo dugga maiki movie. Music composed by Arindom. Dugga Ma LyricsDugga Ma song lyricsDugga Maa lyricsDugga Maa song lyricsAgomonir gaan lyricsAgomoni song lyrics.Durga puja song lyrics. Pujor gaan ly

Song Dugga Ma
Singer Arijit Singh
Music Arindom
Lyrics Priyo Chattopadhyay, Raja Chanda & Prasen
Mix & Master Eric Pillai
Music Label SVF Music

Dhake jei porlo kathi
Jom-jomati ashore
Hoi-choi mon-ta nache
Ghonta taale kashore
Aaj scene darun re
Koro na baron re
Khushir jholok dekho shobar mone
Dancing darun re
Khujo na karon re
Nachbo shobai mile tomar gaane
Maa go Dugga Maa Ektu dekho maa
Bolo joy Dugga Maa
Amader songey theko maa

ঢাকে যেই পড়লো কাঠি
জমজমাটি আসরে
হৈ চৈ মনটা নাচে
ঘন্টা তালে কাশরে
 
ঢাকে যেই পড়লো কাঠি
জমজমাটি আসরে
হৈ চৈ মনটা নাচে
ঘন্টা তালে কাশরে
ঢাকে যে পড়লো কাঠি
জমজমাটি আসরে
এলো মা দুগ্গা ঠাকুর
আবার পুজোর আসরে
আজ সিন দারুন রে
করোনা বারণ রে
খুশির ঝলক, দেখো সবার মনে
ডান্সিং দারুন রে
খুঁজো না কারন রে
নাচবো সবাই মিলে তোমার গানে
মা গো দুগ্গা মা, একটু দেখো মা
বলো জয় দুগ্গা মা
আমাদের সঙ্গে থেকো মা
 
দুম দুম দুম দুমা দুম আকাশ কুসুম
ইচ্ছের ফাটলো বুঝি অ্যাটম বোম
লেগে পড়ি বারোয়ারী এ হুল্লোড়ে
মনের আজ মাইনে বেশি মাথার কম
 
দুম দুম দুম দুমা দুম আকাশ কুসুম
ইচ্ছের ফাটলো বুঝি অ্যাটম বোম
লেগে পড়ি বারোয়ারী এ হুল্লোড়ে
মনের আজ মাইনে বেশি মাথার কম
 
আজ সিন দারুন রে
করোনা ‌বারণ রে
খুশির ঝলক, দেখো সবার মনে
ডান্সিং দারুন রে,
খুঁজো না কারন রে
নাচবো সবাই মিলে তোমার গানে
মা গো দুগ্গা মা, একটু দেখো মা
বলো জয় দুগ্গা মা
আমাদের সঙ্গে থেকো মা
 
লাগ লাগ লাগলো বলে লাগাম ছাড়া
পুজো পুজো গন্ধ মেখে প্রেমের জ্বর
সিদেসাধা মনটা আমার ভীষন তাড়ায়
ওরে তোরা পারিস যদি আমায় ধর
 
লাগ লাগ লাগলো বলে লাগাম ছাড়া
পুজো পুজো গন্ধ মেখে প্রেমের জ্বর
সিদেসাধা মনটা আমার ভীষন তাড়ায়
ওরে তোরা পারিস যদি আমায় ধর
 
আজ সিন দারুন রে
করোনা ‌বারণ রে
খুশির ঝলক, দেখো সবার মনে
ডান্সিং দারুন রে
খুঁজো না কারন রে
নাচবো সবাই মিলে তোমার গানে
মা গো দুগ্গা মা, একটু দেখো মা
বলো জয় দুগ্গা মা
আমাদের সঙ্গে থেকো মা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *