Ebhabeo Phire Asha jay Lyrics (এভাবেও ফিরে আসা যায়) – Chandrabindu – Anindya Chatterjee
Ebhabeo Phire asha jay song from Chandrabindu Band sung by Anindya Chatterjee.
Singer | Anindya Chatterjee & Upal Sengupta |
Song Name | Evabeo Fire Asha Jay (এভাবেও ফিরে আসা যায়) |
Band | Chandrabindu |
Music Label | Asha Audio |
Fike hoye asha andhokar
Platfrome dhowa otha chayer bhar
Janlar kanch ta te lege thaka shunnota
so-shobdey chute chole train
Fele asha mukh gulo bhor belay
Lukochuri ar chor chor khelay
Koutola mukho-mukhi jonotar badha thele
amake ki kichu bolchen?
Bolete parini tar je tuku ja bhasa chilo
kepe otha chokher patay
Tarpor bhorbelay dingiechi choukath
bhoyanok shotorkotay
Ebhabeo Phire Asha jay
Evabeo Fire Asha Jay
ফিকে হয়ে আসা অন্ধকার
প্লাটফর্মে ধোঁয়া ওঠা চায়ের ভাঁড় (x2)
জানলার কাঁচটাতে লেগে থাকা শূন্যতা
সশব্দে ছুটে চলে ট্রেন।
ফেলে আসা মুখগুলো ভোরবেলায়
লুকোচুরি আর চোর চোর খেলায় (x2)
কুয়োতলা মুখোমুখি জড়তার বাঁধা ঠেলে
আমাকে কি কিছু বলছেন ?
বলতে পারিনি তার যেটুকু যা ভাষা ছিল
কেঁপে ওঠা চোখের পাতায়
তারপর ভোরবেলা ডিঙিয়েছি চৌকাঠ,
ভয়ানক সতর্কতায়
এভাবেও ফিরে আসা যায়,
এভাবেও ফিরে আসা যায়।
খুনসুটি গানহাসি মেয়ের দল
ভাল লেগে গেল এই মফস্বল (x2)
বিকেলের রোদ ছিল আর অনুরোধ ছিল
আরেকটা বাউল শোনান।
কট–কটি, চেপ্টি, ফুলঝুরি
ডাকবে না নামগুলো বিচ্ছিরি (x2)
ফের যদি ডাকো তবে
খিমচি বা খামচি অকারণ আদান–প্রদাণ
বুঝতে পারিনি তার যেটুকু যা ভাষা ছিল
আলগোছে হাতের ছোঁয়ায়
তারপর ভোরবেলা ডিঙিয়েছি চৌকাঠ,
ভয়ানক সতর্কতায়
এভাবেও ফিরে আসা যায়,
এভাবেও ফিরে আসা যায়।
আড্ডা বা গান শেষ হয় যখন
কলকাতা কলকাতা মন কেমন (x2)
যন্ত্রণা সারা গায়ে ধুচ্ছাই পাড়াগাঁয়ে
ছাইপাশ জমা অ্যাশট্রে।
কানে লেগে থাকা সেই আর্তনাদ
দুটো দিন থেকে গেলে পারত না (x2)
তাই আড্ডার ঠেকে হোক,
সাউথের লেকে হোক
না জানিয়ে চলে যায় ট্রেন
চাইতে পারিনি আমি ও চোখের সোজাসুজি
রিকশার ভীষণ তাড়ায়
হয়ত বা কোনদিন সে সাহস ফিরে পাব
আগামীর কোন সংখ্যায়
এভাবেও ফিরে আসা যায়,
এভাবেও ফিরে আসা যায়।