Jodi Tor Daak Shune Keu Na Ashe lyrics (যদি তোর ডাক শুনে) – Rabindra Sangeet

Jodi Tor Daak Shune Keu Na Ashe from Kahaani Sung by Amitabh Bachchan Hindi Movie. Song Lyrics written by Rabindranath Tagore Starring: Vidya Balan, Parambrata Chattopadhyay, Nawazuddin Siddqui and others. This is a International Women's Day Special Bengali Song is sung by Shreya Ghoshal, Babul Supriyo, Iman Chakraborty, Srikanto Acharya And Many Various Artists in their own way.
Song Jodi Tor Daak Shune Keu Na Ashe
Movie Kahaani
Singer Amitabh Bachchan
Lyrics Rabindranath Tagore

যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে (x2)
তবে একলা চলো, একলা চলো,
একলা চলো, একলা চলো রে।
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে।

যদি কেউ কথা না কয়,
ওরে ওরে ও অভাগা কেউ কথা না কয়
যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়,
যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়,
তবে পরান খুলে
ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে,
ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে,
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে।

যদি সবাই ফিরে যায়,
ওরে ওরে ও অভাগা সবাই ফিরে যায়
যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়,
যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়
তবে পথের কাঁটা
ও তুই রক্তমাখা চরণতলে একলা দলো রে,
ও তুই রক্তমাখা চরণতলে একলা দলো রে
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে।

যদি আলো না ধরে,
ওরে ওরে ও অভাগা আলো না ধরে
যদি ঝড়-বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে,
যদি ঝড়-বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে,
তবে বজ্রানলে
আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে,
আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *