Ki Name Deke Bolbo Tomake Lyrics (কি নামে ডেকে) Shyamal Mitra
Ki Name Deke Bolbo Tomake Song Is Sung by Shyamal Mitra. Music Composed by And Song Lyrics In Bengali Written by Sudhin Dasgupta. Cover Version Song Is Sung by Samantak, Miftah Zaman, Female Version Song Is Sung by Madhubanti Mukherjee And Many Various Artists In Their Own Way.
Song | Ki Name Deke Bolbo Tomake |
Singer | Shyamal Mitra |
Music Director | Sudhin Dasgupta |
Lyricist | Sudhin Dasgupta |
Label | Saregama India Ltd |
Ki naame deke bolbo tomake
Mondo koreche amake oi duti chokhe
Ami je matal hawari moto hoye
Jete jete paaye paaye gechi joriye
Ki kori vebe je mori bolbe ki loke
Palate parini ami je dishehara
Duti chokh jeno amay dicche pahara
Dhora pore gechi ami nijeri kache
Janina tomar moneo ki eto prem ache
Sotti jodi hoy boluk ja boleche ninduke
কি নামে ডেকে বলবো তোমাকে
মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে,
কি নামে ডেকে বলবো তোমাকে
মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে।
আমি যে মাতাল হাওয়ারই মত হয়ে
যেতে যতে পায়ে পায়ে গেছি জড়িয়ে,
আমি যে মাতাল হাওয়ারই মত হয়ে
যেতে যতে পায়ে পায়ে গেছি জড়িয়ে,
কি করি ভেবে যে মরি বলবে কি লোকে
মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে,
কি নামে ডেকে বলবো তোমাকে
মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে।
পালাতে পারিনি আমি যে দিশাহারা
দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা,
পালাতে পারি নি আমি যে দিশাহারা
দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা,
ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে
জানি না তোমার মনেও কি এত প্রেম আছে,
ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে
জানি না তোমার মনেও কি এত প্রেম আছে,
সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে
মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে,
কি নামে ডেকে বলবো তোমাকে
মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে,
কি নামে ডেকে বলবো তোমাকে
মন্দ করেছে আমাকে ঐ দু’টি চোখে।